E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সালথায় ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

২০২৩ অক্টোবর ১৫ ১৮:২৯:০৬
সালথায় ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সালথা প্রতিনিধি : "মাদক'কে না বলি, খেলার মাঠে ফিরে আসি" এই স্লোগানে ফরিদপুরের সালথায় মোঃ ইব্রাহিম মৃধা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। 

মো: মাহতাব মৃধার সৌজন্য রবিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ স্কুল মাঠে এ খেলার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী ম্যাচে আইনপুর আলোর সাথী ফুটবল ক্লাবের কাছে ৩-১ গোলে জয়লাভ করে এম এন একাডেমি নগরকান্দা ফুটবল টিম।

এসময় উপস্থিত ছিলেন, জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিরাজ আলী, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কাউছার তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান খান, সমাজসেবক মানিক মাতুব্বর, সমাজসেবক খোরশেদ খান, তরুণ সমাজসেবক মো: সায়েম মিয়া (টিটন), মো: আরশাদ মাতুব্বর, সিনিয়র সাংবাদিক আবু নাসের হুসাইন, সাবেক খেরোয়াড় মো: আজাদ খান, ওয়ালিদ ফকির প্রমূখ।

তরুণ সমাজসেবক মো: মাহ্তাব মৃধা বলেন, আমাদের ছেলে বেলায় আমরা প্রচুর খেলাধুলা করতাম। আমাদের জয়ঝাপ গ্রামের ফুটবল টিম অনান্য গ্রামের সাথে খেলার আয়োজন করতাম। তখন বিজয়ী দল সিল পুরস্কার হিসেবে পেত যা অত্যান্ত আনন্দ দায়ক ছিল।কিন্তু বর্তমানে যুবকরা খেলাধুলা থেকে অনেকটা সরে যাচ্ছে। যার দরুন তারা মোবাইল ও মাদকাসক্ত সহ অসামাজিক কার্যকলাপে জড়িত হয়ে পড়ছে।

সে কারণেই তরুণদের মধ্যে খেলাধুলার আগ্রহ বাড়াতে এবং সাধারণ জনগণকে খেলা দেখা'র জন্য মাঠ মুখি করতে আমার এ আয়োজন। আমি সকলের নিকট দোয়া চাই। আমি যেন সাধারণ জনগণের কল্যাণে এবং মেহনতী মানুষের বিপদ আপদে সর্বদা তাদের পাশে দাঁড়িয়ে তাদের খেদমত করতে পারি।

উক্ত টুর্নামেন্টের রেফারি হিসেবে ছিলেন, মো: শওকত মৃধা। ধারাভাষ্যে ছিলেন, জনপ্রিয় ধারাভাষ্যকার বাবুল হোসাইন ও শিক্ষক ইব্রাহিম হোসেন।

জানা যায়, ইব্রাহিম মৃধা ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ান দল পুরস্কার হিসেবে পাবেন একটি ২২ সিপ্টি ফ্রিজ, রানার্স আপ দল পুরস্কার হিসেবে পাবেন ১৮ সিপ্টি ফ্রিজ। নক আউট পদ্ধতিতে খেলাটি অনুষ্ঠিত হবে এবং আন্তর্জাতিক পদ্ধতিতে পরিচালিত হবে। উক্ত খেলাটির ফাইনাল ম্যাচ (২০ অক্টোবর) শুক্রবার অনুষ্ঠিত হবে।

(এএন/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test