E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সরকারি খাদ্যের জিআর চালের ডিও বিতরণ

২০২৩ অক্টোবর ১৫ ১৮:৫৩:৩৮
শারদীয় দুর্গা পূজা উপলক্ষ্যে সরকারি খাদ্যের জিআর চালের ডিও বিতরণ

দিলীপ চন্দ, ফরিদপুর : আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলাসহ মোট ২০৮ টি পুজা মন্ডপে ৫০০ কেজি করে মোট ১০৪ মেট্রিক টন সরকারি খাদ্যের জিআর চালের ডিও বিতরণ করা হয়েছে।

ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, ডিও প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ।

প্রধান অতিথি তিনি তার বক্তব্যে বলেন, দুর্গা পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদের বেশি বেশি দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দেশে অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে একটি গোষ্ঠী। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, বিশৃঙ্খলা পাশাপাশি মাদক, ইভটিজিংয়ের মতো ঘটনা রুখতে কঠোর নজরদারি থাকবে। এ ধরনের ঘটনায় কোন অনুনয়-বিনয় শোনা হবে না। এ ধরনের ঘটনা যারা ঘটাবে তাদের বিরুদ্ধে প্রশাসন আইনানুগ ব্যবস্থা নেবে। এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আপনাদের সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পূজা উদযাপন পরিষদের নবাগত সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সহ-সভাপতি ননী গোপাল রায়, যুগ্ম সাধারণ সম্পাদক অজয় রায়, পূজা উদযাপন পরিষদের শহর শাখার সাধারণ সম্পাদক শ্যামল কর্মকার।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান। অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানগণ ও ২০৮ টি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই বছর ফরিদপুর পৌরসভা ও সদর উপজেলায় মোট ২০৮ টি পূজামন্ডপে দুর্গা পূজা উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এর মধ্যে পৌরসভার অবস্থিত মোট ৯৫ টি ও সদর ইউনিয়নে মোট ১১৩টি দূর্গা পূজামন্ডব রয়েছে।

(ডিসি/এসপি/অক্টোবর ১৫, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test