E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কানাইপুরে ২০০ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা প্রদান

২০২৩ অক্টোবর ১৭ ১৬:০৩:৫০
কানাইপুরে ২০০ কিশোরীকে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা প্রদান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের পুরদিয়া আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা'র কিশোরীদেরকে জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ টিকা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলরার পুরদিয়ায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধ টিকা উদ্বোধন করেন সম্মানিত অতিথি হিসেবে হারুন অর রশীদ সহ-সুপার (প্রশাসন), আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা।

সকালে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা'র ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান ভবনে (৫ম থেকে ৯ম শ্রেণির শিক্ষার্থী) ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরী মেয়েদের জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা দান কর্মসূচি উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ইউনিয়ন স্বাস্থ্য সহকারী মাহফুজুর রহমান, কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার উত্তম কুমার বিশ্বাস, পরিবার কল্যান সহকারী শিখা রানী সিকদার, সহকারী শিক্ষিকা সাদিয়া সুলতানা, রেখা আক্তার, মোঃ ওহিদুল ইসলাম পরিবার পরিকল্পনা অফিসার, এনামুল হাসান মাসুম, সহকারী মৌলভী, আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা।

আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা'র সহ-সুপার (প্রশাসন) হারুন অর রশীদ জানান, জরায়ুমুখ ক্যানসারের প্রতিটি মৃত্যু দুর্ভাগ্যজনক। বাংলাদেশে প্রতি বছর প্রায় ১২ হাজার নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হয় আর ৬ হাজার মৃত্যুবরণ করে।

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ গ্রহন করেছে তা সত্যিই প্রসংশীয়। টিকা গ্রহনের পাশাপাশি সাবাইকে ক্যানসারের ব্যাপারে সচেতনও থাকতে হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।

তিনি আরো বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, যদি ৯০ ভাগ ৯-১৫ বছরের মেয়েদের টিকার আওতায় আনা যায় তবে জরায়ু ক্যান্সার ২০৩০ সালের মধ্যে পৃথিবী থেকে নির্মূল করা সম্ভব। এই টিকা এখন বাংলাদেশের সর্বত্রে পাওয়া যায়।

অত্র টিকা কেন্দ্রে আনসার আলী মিয়া দাখিল মাদ্রাসা সহ পৌরদিয়া উচ্চ বিদ্যালয় ও রামখন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের কিশোরীদেরকে এই টিকা প্রদান করা হয়, এতে প্রায় দুই শতাধিক টিকা প্রদান করা হয়েছে।

(ডিসি/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test