E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রতিযোগিতা

২০২৩ অক্টোবর ১৭ ১৬:৪৬:৪৭
গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রতিযোগিতা

কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : শব্দ সঠিক এবং সুন্দর ভাবে উচ্চারণ করতে পারাটা একটা শিল্প। সঠিকভাবে উচ্চারণ করে বাংলা ভাষাকে শ্রুতি মধুর করে তোলার লক্ষ্যে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক সহায়তায় কৈশোর কর্মসূচির আওতায় ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধ উচ্চারণ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে।

সৃজনশীল কাজের মাধ্যমে কিশোর-কিশোরীদেরকে মাদক থেকে দূরে রেখে সুস্থ্য জাতি গঠন এ কর্মসূচির মূল লক্ষ্য। লক্ষ্য অর্জনে বছরব্যাপী ফুটবল, কেরাম, নাচ, গান, আবৃত্তি সহ নানা ধরনের ইনডোর, আউটডোর খেলাধুলার আয়োজন করে যাচ্ছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি।

গুনবহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কাজী হাসান ফিরোজ এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গুনবহা ইউপি মেম্বর মো.নাজমুল হাসান, কৈশোর কর্মসূচির সমন্বয়ক মোসা. শাহিনা আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার, সহকারী শিক্ষক সোনালি আকতার, রোকশানা পারভীন, সোহেলী আফরোজ, কাজী মনিরা আফিফা ও সামিয়া সানজানা।

আজ মঙ্গলবার সকাল ১০ টায় শুরু করে দুপুর ১২ টা ৪৫ মিনিটে শেষ হওয়া একটা নান্দনিক অনুষ্ঠান আয়োজন করায় বিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজক সংস্থা এবং সংস্থার কর্মসূচি সমন্বয়ক মোসা. শাহিনা আকতারকে আন্তরিক অভিনন্দন জানান।

(কেএফ/এসপি/অক্টোবর ১৭, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test