E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেখ রাসেলের জন্মদিনে ফরিদপুর জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

২০২৩ অক্টোবর ১৯ ১৮:২৭:৪১
শেখ রাসেলের জন্মদিনে ফরিদপুর জেলা আ.লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল 

দিলীপ চন্দ, ফরিদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শামীম হকের সভাপতিত্বে গত বুধবার রাতে ‌শহরের হাসিবুল হাসান লাবলু সড়কের আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ‌ শামীম হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, সহ সভাপতি কেএম সেলিম, সহ সভাপতি মাসুদর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জাহিদ ব্যাপারী,
দপ্তর সম্পাদক আলী আশরাফ পিয়ার, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আলী আজগর মানিক, জেলা শ্রমিকলীগের সভাপতি গোলাম মোঃ নাছির, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম জনি, সহ সভাপতি মনিরুজ্জামান লাজুক, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুখসানা আহমেদ মেহেবী, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন যে, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আছে তার পবিত্র স্মৃতি। বাংলাদেশে সব শিশুর মধ্যে আজও আমরা রাসেলকে খুঁজে ফিরি। এই শিশুদের রাসেলের চেতনায় গড়ে তুলতে হবে। এমন এক উজ্জ্বল শিশুর সত্তা বুকে ধারণ করে বাংলাদেশের শিশুরা বড় হোক। খুনিদের বিরুদ্ধে তারা তীব্র ঘৃণা বর্ষণ করুক। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে দেশের সব শিশু এগিয়ে আসুক। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করে। শিশু শেখ রাসেলের দণ্ডপ্রাপ্ত খুনিরা এখনও পৃথিবীর বিভিন্ন দেশে পলাতক। এই পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। পরে শেখ রাসেলের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

(ডিসি/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test