E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক ফরিদপুরের কামরুল আহসান

২০২৩ অক্টোবর ১৯ ১৮:৩০:২৪
ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক ফরিদপুরের কামরুল আহসান

দিলীপ চন্দ, ফরিদপুর : প্রাথমিক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) মনোনীত হয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার।

বুধবার (১৮ অক্টোবর) ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম ও প্রাথমিক শিক্ষা ঢাকা বিভাগের উপপরিচালক মীর্জা মো. হাসান খসরুর সই করা এক পত্রে এ তথ্য জানা যায়।

জানা গেছে, ২০২২ সালের ৪ ডিসেম্বর ফরিদপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন কামরুল আহসান তালুকদার। ‘সুশাসনে গড়ি সোনার বাংলা’ এই স্লোগানকে সামনে রেখে জেলার শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। অর্থের অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এমন মেধাবী শিক্ষার্থীদের তিনি নগদ অর্থ, বই, পোশাকসহ নানা সামগ্রী দিয়েছেন।

এ বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, জেলা প্রশাসন সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। জেলার শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, সুধী সমাজের ব্যক্তি সবাই সহযোগিতা করায় শিক্ষার মান উন্নয়নে সফলতা এসেছে। এই পদক প্রাপ্তি সবার সহযোগিতার কারণেই সম্ভব হয়েছে।

শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, জেলার সব ক্ষেত্রেই উন্নয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।

২০১৪ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে ঢাকা বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা, ২০১৫ সালে ময়মনসিংহ বিভাগে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে মনোনীত হন। এছাড়া ২০১৬ সালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সম্মাননা লাভ করেন। ২০১৮ সালে ব্যক্তিগত শ্রেণিতে জাতীয় পর্যায় জনপ্রশাসন পদক লাভ করেন। এছাড়া তিনি ২৫তম বিসিএস ফোরামের সভাপতি।

(ডিসি/এসপি/অক্টোবর ১৯, ২০২৩)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test