E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভৈরবে বিএনপির ডাকা অবরোধ পালিত হয়নি

২০২৩ নভেম্বর ০৫ ১৮:২৭:৪৬
ভৈরবে বিএনপির ডাকা অবরোধ পালিত হয়নি

সোহেল সাশ্রু, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ভৈরবে বিএনপি’র অবরোধ প্রত্যাখান করে অবরোধের নামে নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করেছে। গত শনিবার কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমসহ পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভৈরব বিএনপি এ হরতালের ডাক দেন। 

আজ রবিবার বিএনপির দেয়া হরতাল প্রত্যাখান করে আওয়ামী লীগ শান্তির সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ করেছে।

আজ হরতালের দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিএনপি’র নেতাকর্মীদের কোথাও দেখা যায়নি। ভৈরব আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয় ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় পাদদেশে। এছাড়া প্রত্যেকটা মোড়ে মোড়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ। হরতালের মধ্যেও মানুষের জীবন যাত্রা ছিল স্বাভাবিক। দূরপাল্লার বাস চলাচল কম করলেও ট্রাক, রিকশা, অটোসহ ছোট বড় ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা গেছে। এছাড়া দিনব্যাপী হরতালে ভৈরবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সকাল থেকেই আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা ভৈরবে ব্যাপক তৎপর।

শান্তি সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুর সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব মো. ইফতেখার হোসেন বেনু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অহিদ মিয়া, তালাওয়াত হোসেন বাবলা, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় তারেক জিয়া দুর্নীতি করে দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার করে আজ লন্ডনে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজ ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা সাধারণ মানুষের জান মালের ক্ষতি করছে।

এছাড়া বক্তারা আরো বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাধা সৃষ্টি করতে চাই। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমরা শেখ হাসিনার সৈনিকরা রাজপথে আছি এবং থাকব।

(এসএস/এসপি/নভেম্বর ০৫, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test