E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জামালপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী রেজনু'র নেতৃত্বে শহরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

২০২৩ নভেম্বর ০৬ ১৩:৩৯:১৪
জামালপুরে এমপি মনোনয়ন প্রত্যাশী রেজনু'র নেতৃত্বে শহরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

রাজন্য রুহানি, জামালপুর : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার চক্রান্তে বিএনপি-জামাতের দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে শান্তি সমাবেশ করেছে আ'লীগ নেতা ও জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী রেজাউল করিম রেজনু সিআইপি।

সোমবার (৬ নভেম্বর) দুপুরে শহরের তমালতলা থেকে এই শান্তি সমাবেশ বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয় সমাবেশটি। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে অন্যতম সদস্য রেজাউল করিম রেজনু সিআইপি।

রেজনু বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চক্রান্ত করছে জামাত-বিএনপি। তারা সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। হরতাল ও অবরোধের নামে তারা এম্বুলেন্স, যানবাহন ও হাসপাতালে আগুন সন্ত্রাস চালাচ্ছে। কাউকে বাদ দিচ্ছেনা, তারা পুলিশ মারছে, সাংবাদিক মারছে। এসব কর্মকাণ্ড করে নির্বাচন বন্ধ করা যাবেনা। আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে থেকে বিএনপি-জামাতের দেশবিরোধী ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র প্রতিহত করবেই। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র মোকাবেলায় রাজপথে থাকার আহ্বান জানান।

এ সময় দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি ইকরামুল হক নবীন, পরিচালক হাজী নজরুল ইসলাম, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মো. সালামত, এডভোকেট আব্দুল খালেক, পৌর আওয়ামী লীগের সদস্য মোফাজ্জল হোসেন সবুজ, রাতুল ইসলাম রিপন, জয় হোসেন, ইমরান সরকার, শাহী এমরান, সুলতান আহমেদ, লিটন, ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইবনুল হাসান বাবু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. আকবর হোসেন, মানব উন্নয়ন বিষয়ক সম্পাদক নুরে আলম সীমান্ত, জেলা পাদুকা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জনি রানা, ১৪ ওয়ার্ড আওয়ামী লীগের অন্তর্গত ১ নং ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার শান্ত, ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড শ্রমিকলীগের প্রচার ছানু, সহ জেলা ও পৌর আওয়ামী লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ওয়ার্ড ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/নভেম্বর ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test