E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

২০২৩ নভেম্বর ০৯ ১৬:২৩:১৮
বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবারের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের বকশীগঞ্জে আজমীরগঞ্জ দরবার শরীফের ভক্তদের মারধর ও মামলা দিয়ে হয়রানি করছে প্রতিপক্ষরা। তাদের দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রে বর্তমান খলিফাসহ ভক্তরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এ ঘটনায় দরবার শরীফসহ ভক্তদের সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন আজমীরগঞ্জ দরবারের চতুর্থ খলিফা হযরত সাইম খাজা নূরে চিশতী।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে শহরের দেওয়ানপাড়ায় দরবারের ভক্তদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

লিখিত বক্তব্যে দরবারের চতুর্থ খলিফা হযরত সাইম খাজা নূরে চিশতী বলেন, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আজমীরগঞ্জ দরবার শরীফের তৃতীয় খলিফা ড. খাজা নাসিরুল্লাহ মৃত্যুর পূর্বে আমাকে চতুর্থ খলিফা মনোনীত করে ভক্তদের জানিয়ে গেছেন। গত ১৩ সেপ্টেম্বর ২০২২ইং তারিখে ড. খাজা নাসিরুল্লাহ ওফাত গ্রহণ করেন। এরপর আমি খলিফা মনোনীত হওয়ার পর থেকে ড. খাজা নাসিরুল্লাহর ভাই আমার চাচা তৌহিদুল্লাহ ও শাহীনেওয়াজ শত্রুতাবশত আমাকে বিভিন্নভাবে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করেন। এছাড়াও আমাকে স্বাধীনভাবে চলাফেরায় বাধা ও ভক্তদের নানা ভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

তিনি আরও বলেন, গত ৬ নভেম্বর সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার বাঁশচড়ায় এক ভক্ত রমজানের বাড়িতে মিলাদ-মাহফিলের আয়োজন করা হয়। সেখানে যাওয়ার জন্য আজমীরগঞ্জ দরবার শরীফ হতে কাফেলা নিয়ে বের হওয়ায় সময় সন্ধ্যায় আমার চাচা তৌহিদুল্লাহর নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন সন্ত্রাসী লাঠিসোটা নিয়ে আমার কাফেলায় হামলা করেন। হামলা চালিয়ে তারা লাঠিসোটা দিয়ে পিটিয়ে ১০ জন নারী ও পুরুষ ভক্তকে গুরুত্বর আহত করেন। পরে তাদের বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপরে সন্ত্রাসীদের নিয়ে তৌহিদুল্লাহ দরবারের আটচালায় বৈঠকে তারা আলোচনা করে যে, এই মামলা-হামলা করেও যদি আমাকে ও আমার ভক্তদের কোনো প্রকার ক্ষতিসাধন করতে ব্যর্থ হয়, তাহলে তারা নিজেরা তাদের নিজেদের পক্ষের কোনো একজনকে নিজেরাই হত্যা করবে এবং সেই হত্যার দায় আমার ও আমার ভক্তদের ওপর চাপিয়ে দেবে। তাদের এই দুরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের কারণে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভূগছি। আমি, আমার পরিবার ও ভক্তরা খুবই শঙ্কায় রয়েছি।

তিনি দরবার শরীফে ভক্তদের অবাধে যাতায়াত ও অবস্থান করার ক্ষেত্রে যেন কোনোরূপ বাধা-বিপত্তি না ঘটে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা প্রদানের জন্য অনুরোধ জানান।

(আরআর/এসপি/নভেম্বর ০৯, ২০২৩)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test