E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নতুন বই পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে শিক্ষার্থীদের

২০২৪ জানুয়ারি ০১ ২০:৩৬:২৮
নতুন বই পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে শিক্ষার্থীদের

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : নতুন বছরের প্রথমদিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছাসিত বরিশালের গৌরনদী উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসা স্তরের শিক্ষার্থীরা। উপজেলার প্রতিটি বিদ্যালয় ও মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বই উৎসবের আয়োজনের মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে বছরের প্রথমদিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে।

আর নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে মেতে উঠেছে শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠানে বিরাজ করছে উৎসবের আমেজ। সোমবার সকাল দশটায় গৌরনদী উপজেলার নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান।

অন্যান্য বছরের ন্যায় এবারও বই উৎসবে জেলার মধ্যে একমাত্র বৃহৎ আয়োজন করা হয়েছে শতবছরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গৌরনদীর মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ে। বেলা এগারোটায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু বই উৎসবের উদ্বোধন করেছেন। নতুন বই হাতে পেয়ে বাঁধভাঙা উচ্ছাসে মেতে ওঠে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধানশিক্ষক প্রণয় কান্তি অধিকারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন কবিরাজ ও সাধারণ সম্পাদক আবুল কালাম মৃধাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

(টিবি/এএস/জানুয়ারি ০১, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test