E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় শান্তিপূর্ণ উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতস্ফুর্ত ভোট প্রদান

কোন অপ্রিতীকর ঘটনা না ঘটায় জাতীয় পার্টির প্রার্থী সেকেন্দার আলীর সন্তোষ প্রকাশ

২০২৪ জানুয়ারি ০৭ ১৪:৪৭:৩৯
কোন অপ্রিতীকর ঘটনা না ঘটায় জাতীয় পার্টির প্রার্থী সেকেন্দার আলীর সন্তোষ প্রকাশ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ভোট কেন্দ্রের মধ্যে ও বাইরে কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই জনগনের স্বতঃস্ফুর্ত অংশ গ্রহনের মধ্য দিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলায় শান্তি পূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। 

আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাতির পিতার বঙ্গবন্ধুর ভাগ্নে বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ, জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট ছেকেন্দার আলী ও ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি) মনোনীত আম মার্কার প্রার্থী মো. তুহিনসহ তিন জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন।

বরিশাল-১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রাথী এ্যাডভোকেট ছেরনিয়াবাত ছেকেন্দার আলী দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন- অনুষ্ঠেয় নির্বাচনে সন্তোষ প্রকাশ করে আরও বলেন ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোট নিজেরা প্রদান করছেন। এমন একটি উৎসব মুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হওয়ায় নির্বাচন কমিশনের প্রশংসা করেন তিনি আরও জানান আগৈলঝাড়ায় ৬০ ভোট কেন্দ্রের মধ্যে তিনি ৮৭জন এজেন্ট দিয়েছেন।

ভোট কেন্দ্রের পথে পথে সেনা সদস্য, বিজিবি সদস্য, র‌্যাব ও পুলিশ সদস্যদের টহল, কেন্দ্রে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের নিরাপত্তার চাদরে ঢাকা ছিল। মাঠে ছিল গোয়েন্দা সংস্থার লোকজন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন। সাধারণ ভোটাররা তীব্র শীত উপেক্ষা করে নির্দ্দিষ্ট সময়ের আগেই ভোট কেন্দ্রে প্রবেশ করে দাড়িয়ে ছিল দীর্ঘ লাইনে।

সূত্র মতে, গৌরনদী-আগেলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন। এরমধ্যে আগৈলঝাড়ায় উপজেলায় ১.৩১.৮৫২জন এবং গৌরনদী উপজেলায় ভোটার রয়েছে ১.৭২.৪৫১জন। সকাল ১০টা পর্যন্ত বেসরকারী হিসেবে ভোট প্রদানের হার ১৭.০১ভাগ।

সেরাল মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অংকন কুমার বাড়ৈ জানান, তার ১১৬নং কেন্দ্র ভোটার রয়েছে ১৪০৫জন। সকাল আটটায় সর্ব প্রথম নিজের ভোটাধিকার প্রদান করেন বরিশাল-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। ওই কেন্দ্রে মন্ত্রীর ছেলে বরিশাল জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহসহ পরিবার সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

৭০নং রাজিহার সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. বদরুদ্দোজা লস্কর জানান, তার কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৯৮১জন। ৭১নং রাজিহার মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আমিনুল ইসলাম জানান, তার কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯৫০জন। এই দুই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগন জানান, তাদের কেন্দ্রে জাতীয় পার্টি ও এনপিপি’র মনোনীত প্রাথীরা কোন এজেন্ট দেয়নি।

একই ক্যাম্পাসের অবস্থিত দুটি কেন্দ্রে দেখা যায় ভোট শুরুর আগেই নারী-পুরুষ ভোটারের দীর্ঘ লাইন। কে কার আগে লাইনে দাড়িয়ে প্রথম ভোট দিবেন তা নিয়ে ছিল প্রতিযোগীতা।

৮৫নং বাকাল হাই সংলগ্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সুশান্ত বালা জানান- তার কেন্দ্রে ভোটার রয়েছে ২৭৩২। চারটি বুথ রয়েছে। নৌকা প্রতীকের এজেন্ট ছাড়া দুটি বুথে জাতীয় পার্টির এজেন্ট রয়েছে। সকাল ১১টায় ভোট কাউন্ট হয়েছে ৭৫০।

১০৪নং নগড়বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. লিয়াকত আলী ও ১০৫নং কেন্দ্রের প্রিসাইডিং অফিসার চন্দ্র শেখর বসু জানান তাদের কেন্দ্রে নৌকা ছাড়া কোন দলের প্রার্থী এজেন্ট দেয়নি। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ১৩৮৩জন। এই কেন্দ্রে নাতির হাত ধরে ভোট দিতে আসেন শতবর্ষি আদরমনি (ভোটার নং-৮৩৪)। তিনি জানান, নির্বাচনী পরিবেশ ভাল থাকায় তিনি তার নাতীর সাহায্য নিয়ে ভোট কেন্দ্রে ভোট নিজের ভোট নিজেই দিয়েছেন।

৯০নং কেন্দ্র পাকুরিতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার শেখর রঞ্জন ভক্ত জানান তার কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯৭৮জন। সকাল ১০টায় কেন্দ্রে মোট ভোট কাস্ট হয়েছে ৫৮০। চারটি বুথের মধ্যে দুটি বুথে লাঙ্গল প্রার্থীর এজেন্ট রয়েছে। নৌকার এজেন্ট রয়েছে চারটি বুথেই।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন দুপুর একটায় জানান, ভোট কেন্দ্রে রবিবার সকালে ব্যালট প্রেরণ করা হয়েছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণভাবে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ ও নিরপক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্ভয়ে সাধারণ ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে পেরে খুশি। তিনি আরও বলেন, দুপুর ১২টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test