E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশাল-১ আসন

পঞ্চমবারের মতো বিজয়ের পথে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ

২০২৪ জানুয়ারি ০৭ ১৭:০৬:৩৯
পঞ্চমবারের মতো বিজয়ের পথে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃংখলা বাহিনীর সদস্যদের সার্বিক নিরাপত্তা প্রদানসহ সার্বিক সহযোগীতায় শান্তিপূর্ণভাবে, উৎসবমুখর পরিবেশে অবাধ, সুষ্ঠ নির্বাচনের ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। বরিশাল-১ আসনে পুণঃরায় বিজয়ের মাধ্যমে পঞ্চম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হবার অপেক্ষায় রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, জাতির পিতার ভাগ্নে, বর্তমান এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ। 

এই আসনে মুল প্রতিদ্বন্দি ছিলেন জাতীয় পার্টি মনোনীত এ্যাডভোকেট ছেরনিয়াবাত ছেকেন্দার আলী। তিনি দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন- অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটাররা কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন; এটা গণতন্ত্রের বড় উদাহরণ। সরকার চাইলে জনগনের অংশগ্রহনে একটি ভাল নির্বাচন উপহার দিতে পারে এটাই তার প্রমান। অনুষ্ঠিত নির্বাচনে কোন রকমের অনিয়ম না হওয়ায় সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন আগৈলঝাড়ায় উপজেলায় ৬০টি ভোট কেন্দ্রের ২৮৮টি বুথের মধ্যে তিনি ৮৭টি বুথে এজেন্ট দিয়েছেন তিনি।

সূত্র মতে, গৌরনদী-আগৈলঝাড়া উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪৩ হাজার ৩জন। এরমধ্যে আগৈলঝাড়ায় উপজেলায় ১.৩১.৮৫২জন এবং গৌরনদী উপজেলায় ১.৭২.৪৫১জন।

উন্নয়নের ধারবাহিকতা অব্যাহত রাখতে শুরু থেকেই আওয়ামী লীগের প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ’র প্রচার-প্রচারনায় নির্বাচনী মাঠে গণজোয়ার সৃষ্টি করেছিল নেতা-কর্মীরা। পক্ষান্তরে জাতীয় পার্টি ও এনপিপি মনোনীত প্রার্থীদের দেখা মেলেনি নির্বাচনী প্রচারণার মাঠে। সাংগঠনিক দুর্বলতা ও এলাকায় জনগনের সাথে সমৃক্ত না থাকার কারণে জাপা ও এনপিপি প্রার্থীরা সকল ভোট কেন্দ্রে তাদের পক্ষে এজেন্ট পর্যন্ত দিতে পারেনি।

আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন- অওয়ামী লীগ ক্ষমতামলে সারা দেশের উন্নয়নের সাথে গৌরনদী-আগৈলঝাড়াসহ সমগ্র দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে বরিশাল-১ আসনে নৌকা মার্কায় ভোট দিয়েছেন সাধারণ ভোটাররা। বিশেষ করে নতুন প্রজন্মের ভোটাররা স্মার্ট বাংলাদেশ গড়তে আবুল হাসানাত আবদুল্লাহকে এমপি নির্বাচিত করে জাতির পিতার কন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করেছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test