E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নাট্যকার ও অভিনেতা দোলোয়ার হোসেন মারা গেছেন

২০২৪ জানুয়ারি ১১ ১৯:৪৯:০৫
নাট্যকার ও অভিনেতা দোলোয়ার হোসেন মারা গেছেন

সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটে প্রবীণ শিক্ষাবীদ শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক নাট্যকার অভিনেতা দোলোয়ার হোসেন (৯৫) মারা গেছেন। বাগেরহাট জেলা শিক্ষক সমিতি ও বাগেরহাট সাহিত্য পরিষদ সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দীর্ঘদিন অসুস্থ্য থাকার পর বৃহস্পতিবার বিকাল সাড়ে শহরের বাসাবাটি এলাকায় নিজ বাসবভনে ইন্তেকাল করেন।

বাগেরহাটের বহুমুখি প্রতিভার অধিকারী এই প্রবীণ ব্যক্তিত্বের মৃত্যুর খবরে শহরে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন স্থান থেকে তার বাসায় ছুটে আসছেন শত শত গুণগ্রাহীরা। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য ছাত্রসহ বহু গুনাগ্রাহী রেখে গেছেন।

প্রবীণ শিক্ষাবীদ নাট্যকার অভিনেতা দোলোয়ার হোসেনের ছোট ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সস্পাদক ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন টগর জানান, ভাইয়ের শেষ ইচ্ছা অনুযায়ী বাগেরহাট সদরের বেমরতা ইউনিয়নের ফতেপুর গ্রামে শুক্রবার বাদ জুমা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে। এরআগে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বাগেরহাট শহরের আমলাপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

(এসএসএ/এএস/জানুয়ারি ১১, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test