E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুরে শুরু হলো জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট

২০২৪ মার্চ ০৯ ১৮:৩৯:৫৯
ফরিদপুরে শুরু হলো জেলা প্রশাসক ভলিবল টুর্নামেন্ট

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে শুরু হয়েছে জেলা প্রশাসনের আয়োজনে 'জেলা প্রশাসক ‌ভলিবল টুর্নামেন্ট-২০২৪। আজ শনিবার এই সকালে শহরের ‌সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে টুর্নামেন্টটির উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার।

নক আউট পদ্ধতির এই টুর্নামেন্টে ‌সর্বমোট ১০টি দল অংশগ্রহণ করছে যা দুই দিনেই শেষ হবে। শনিবার প্রথম রাউন্ডের খেলা এবং বরিবার ‌সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উক্ত ভলিবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. ইয়াসিন কবির। টুর্নামেন্টটির উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, অধ্যাপক মোহাম্মদ শাহজাহান প্রমুখ। এসময় ‌ ফরিদপুর জেলা প্রশাসনের ‌ কর্মকর্তাবৃন্দ, ‌জেলা ক্রীড়া সংস্থার ‌সদস্যবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার শাহীন সুলতান রাজাসহ অংশগ্রহণকারী দলসমূহের ‌ খেলোয়াড় ও কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ফরিদপুরের জেলা প্রশাসক ‌কামরুল আহসান তালুকদার বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে মাঠ পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য ‌ আমাদের নির্দেশনা দিয়েছেন, আমরা সে নির্দেশনা অনুযায়ী আমাদের সকল খেলা- ‌ ফুটবল, ক্রিকেট, হাডুডু, ব্যাডমিন্টন সহ বাংলাদেশের সকল হারিয়ে যাওয়া খেলা পুনরায় মাঠে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি।' তিনি আরও বলেন, 'আপনারা দেখেছেন ইতিমধ্যে ফুটবল হয়েছে ক্রিকেট হয়েছে, ভলিবল শুরু করেছি ব্যাডমিন্টন শুরু করেছি, ফরিদপুরে দেশের সব খেলা মাঠে নিয়ে আসবো। এবং এখান থেকে সেরা খেলোয়াড় বাছাই করে ফরিদপুরে জাতীয় মান সম্পূর্ণ খেলোয়াড় ও দল গঠন করতে পারবো বলে কামরুল আহসান আরও জানান, 'ফরিদপুরে ভলিবল খেলাটি হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল আজ এই টুর্নামেন্টের মাধ্যমে তা মাঠে ফিরিয়ে আনা হয়েছে। ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগ ‌প্রতি মাসে একটি করে টুর্নামেন্ট আয়োজন করা হবে।'

জেলা প্রশাসক আরও বলেন, বলেন, 'যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। এখন থেকে প্রতি বছরই এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হবে। খেলাধুলার মাধ্যমে যতো সহজে প্রতিষ্ঠিত হওয়া যায় অন্য কোনভাবে সেটা সম্ভব নয়। ফরিদপুরে খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলা প্রশাসন ‌সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

উক্ত আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান‌ এবং এই টুর্নামেন্টের ‌ সার্বিক সহযোগিতা কামনা করেন।

(আরআর/এসপি/মার্চ ০৯, ২০২৪)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test