E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ডুমাইনের ঘটনার দোষীদের বিচারের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের শান্তি মিছিল

২০২৪ এপ্রিল ২৫ ২৩:০০:৪১
ডুমাইনের ঘটনার দোষীদের বিচারের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের শান্তি মিছিল

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের কৃষ্ণনগরে  সহিংসতায় দুইজন শ্রমিক নিহতের প্রতিবাদ ও দোষীদের গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে এক শান্তি মিছিল বের করা হয়।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তানজিদুর রশিদ চৌধুরীর রিয়ান এর নেতৃত্বে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যা সাতটায় ফরিদপুর শহরের রুকসু ভবন হতে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের মোড় পর্যন্ত এ শান্তি মিছিলটি অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের ওই শান্তি মিছিলে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান মিজান,
সাধারন সম্পাদক মীর মো. শান্ত, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ সোহান, সাধারন সম্পাদক মেহেদি হাসান রানা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, দপ্তর সম্পাদক শাশ্বত চক্রবর্তী অর্ঘ্য, জেলা ছাত্রলীগের উপ দপ্তর সম্পাদক কাউসার আহমেদ আবিদ সহ জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

উক্ত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মধুখালির উপজেলার ডুমাইন ইউনিয়নে সহোদর দুই ভাইকে হত্যার তীব্র নিন্দা জানান ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানানো হয়। এ সময় ঘটনার দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। অন্যদিকে, ডুমাইনের অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে কেন্দ্র করে কেউ যেন কোন প্রকার ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, সে বিষয়ে সকলকে সতর্ক থাকায় আহ্বান জানায় ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

(আরআর/এএস/এপ্রিল ২৫, ২০২৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test