E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ফরিদপুর সদর উপজেলা নির্বাচনের ভোট কাল

২০২৪ মে ০৭ ১৯:০৯:৩৬
ফরিদপুর সদর উপজেলা নির্বাচনের ভোট কাল

রিয়াজুল রিয়াজ, ফরিদপুর থেকে : আগামীকাল বুধবার (৮ মে) ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচন। স্থায়ীর সরকারের ৬ষ্ঠ ধাপের এই নির্বাচনে ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে অংশ নিচ্ছেন ৬ প্রার্থী। এরই মধ্যে শেষ হয়েছে প্রার্থীদের দৌড়-ঝাপ, প্রচার-প্রচারণা।

যে ৬ প্রার্থী ফরিদপুর সদর উপজেলায় পরিষদের চেয়ারে বসতে ভোট যুদ্ধে লড়ছেন, তারা হলেন- ফরিদপুর জেলা আওয়ামী লীগের সদস্য মো. মনিরুল হাসান মিঠু (টেলিফোন মার্কা), ফরিদপুরের কানাইপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির মো. বেলায়েত হোসেন (মোটরসাইকেল মার্কা), ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামচুল আলম চৌধুরী (আনারস মার্কা), ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম রব্বানী খাঁন মুন (দোয়াত-কলম মার্কা) ফরিদপুরের কৈজুরি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রউফ উন নবী (হেলিকপ্টার মার্কা) এবং ফরিদপুরের সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব কেএম নাজমুল ইসলাম (কাপ-পিরিচ মার্কা)।

দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ না হওয়ায় এবার নির্বাচনে সব প্রার্থীই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন। স্থানীয় জনগণ আশা করছেন- ফরিদপুর সদর উপজেলা নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় নির্বাচন কমিশন ভোট গ্রহণের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। বিএনপি-জামাত নির্বাচনে না আসায় ও বৈরি আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি অপেক্ষাকৃত কম হওয়ার আশংকা প্রকাশ করেছেন অনেকেই। তবে, স্থানীয় নির্বাচনে রাজনৈতিক প্রতীক না থাকা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর আধিক্য থাকায় ভোটার উপস্থিতি সন্তোষজনক হতে পারে বলে আশা প্রকাশ করছেন প্রার্থীরা।

এছাড়া, ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে- সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির (উড়োজাহাজ মার্কা), মো. আলমগীর হোসেন (বই মার্কা) ও শ্রমিক নেতা মো. ঈমান আলী মোল্লা (চশমা মার্কা) মো. আশিক (টিউবওয়েল) ও মো. শাহিদ আল ফারুক (তালা) এর ভোটের লড়াই হবে ধারণা করছেন ভোটারগণ।

এদিকে, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে- ডা. মাসুদা বেগম (বুলু) এর ফুটবল মার্কার প্রতিদ্বন্দ্বী রুখশানা আহমেদ মেহেবী'র কলস মার্কা।

ফরিদপুর সদর উপজেলায় মোট ভোটার ৪,০৪,৩০০ জন (ডিসেম্বর ২০২৩)। যার মধ্যে পুরুষ ভোটার ২,০২,৭৭৫ জন, নারী ভোটার ২,০১,৫৩৩ জন এবং হিজড়া ভোটার ৩ জন।

উল্লেখ্য, সারা দেশে স্থানীয় সরকারের ৬ষ্ঠ ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যাতে ফরিদপুর সদর, মধুখালি ও চরভদ্রাসন এই তিন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল বুধবার।

(আরআর/এসপি/মে ০৭, ২০২৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test