E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এসএসসির ফরম পূরণে ৫ গুণ বেশি ফি আদায়!

২০১৪ নভেম্বর ৩০ ১৬:৪৪:১৭
এসএসসির ফরম পূরণে ৫ গুণ বেশি ফি আদায়!

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা গুলো এসএসসি ও দাখিল পরীক্ষায় ফরম পূরণে শিক্ষা বোর্ডের নিয়ম উপেক্ষা করে ৫ গুনের বেশি ফি আদায়ের অভিযোগ রয়েছে।

ছাত্র ও অবিভাবক সূত্রে জানায়,পানিয়ালা,রামগঞ্জ পাইলট বালিকা,রামগঞ্জ উচ্চ বিদ্যালয়, কাঞ্চনপুর,সাউধের খিল,নিচহরা সমাজকল্যাণ, কালিকাপুর আদর্শ, চন্ডিপুর মনসা,ভাটরা,লামচর, দাসপাড়া উচ্চ বিদ্যালয় এবং কাসিম নগর, বদরপুর, ফতেহপুর,চৌমহনী মাদ্রাসায় ৫ গুণেরও বেশি ফি আদায় করে।

রামগঞ্জ এম ইউ উচ্চ বিদ্যালয় ,নোয়া গাঁও জনকল্যান,টিওরী,আলীপুর,দরবেশপুর, কেএম ইউনাইটেড একাডেমী মাঝির গাঁও,নারায়নপুর উচ্চ বিদ্যালয়, নুনিয়া পাড়া, ডোমরিয়া, কালুপুর,শ্রীরামপুর ভাটরা দাখিল মাদ্রাসাগুলো প্রায় ৪ গুনের ও বেশী ফ্রি আদায় করে। নিচহরা, কাঞ্চনপুর, সাউধের খিল,পানিয়ালা উচ্চ বিদ্যালয়ের কয়েক জন প্রতিবন্ধি ও ভিক্ষুক কান্নায় জড়িত হয়ে বলেন, সাড়ে ৫ হাজারের কমে প্রধান শিক্ষক ফরম পূরন কওে নাই।

একাধিক সূত্রে জানা যায়,অবিভাবকরা এনজিও থেকে লোন, স্বর্ণ-গহনা, জমি বিন্ধক দিয়ে ফরম পূরণ করে। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান জামানত নিয়ে অবিভাবকদের কাছ থেকে মুছলিকা নিয়ে ফরম পূরন করে। পরীক্ষার কয়েক দিন আগে প্রবেশ পত্র ফি বাবদ পুনরায় বাধ্যতামূলক দু,হাজার টাকা আদায় করে। প্রধান শিক্ষক সহ অবিভাবক সদস্যরা জানায়, অতিরিক্ত টাকা গুলো কোচিং ফি, বিদ্যালয় অবকাঠামো উন্নয়ন, পরীক্ষা কেন্দ্র ফি, জেলা উপজেলার প্রশাসনের সন্মানসহ বিভিন্ন কাজে ব্যয় হয়। উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ কামাল হোসেন জানায়, অবিভাবকসহ কোন শিক্ষার্থীর অভিযোগ পেলে ব্যবস্থা নেব।

(এএইচ/এএস/নভেম্বর ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test