E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুরে নবম শ্রেণির ছাত্রীটির বিয়ে শুক্রবার !

২০১৪ ডিসেম্বর ০৩ ১৪:১৬:২৫
রায়পুরে নবম শ্রেণির ছাত্রীটির বিয়ে শুক্রবার !

লক্ষ্মীপুর প্রতিনিধি :লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসিমপুর এএলএম উচ্চ বিদ্যায়ের ফাতেমা আক্তার রিতা নামের এক নবম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন চলছে। আগামী কাল শুক্রবার রায়পুর উপজেলার ৬নং ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের সাজিবাড়ীর প্রবাসী রুবেলের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে। এতে গতকাল বুধবার বিদ্যায়ল শুরু হওয়া বাংলা বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি ওই ছাত্রী।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তর হরিচ্চর গ্রামের বড়বাড়ীর মোকলেছুর রহমানের ও নবম শ্রেণির ছাত্রী ফাতেমার আগামীকাল শুক্রবার রায়পুর উপজেলার ৬নং ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের সাজিবাড়ীর প্রবাসী মো. রুবেলের সঙ্গে বিয়ের আয়োজন চলছে।

এতে তার সামনে নবম শ্রেণির বার্ষিক পরক্ষায় ও এসএসসি পরীক্ষা দেওয়া বন্ধ হয়ে গেলো। তাই গতকাল বুধবার বিদ্যালয় শুরু হওয়া বাংলা বার্ষিক পরীক্ষায় অংশ নেয়নি সে।

মেয়েটির বাবা মোকলেছুর রহমান বলেন, ‘সৌদি প্রবাসী’ এক ছেলের সঙ্গে আমার মেয়ের বিষয়ে ঠিক হয়েছে। ছেলে ভালো হওয়ায় মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, ইউপি কার্যালয় থেকে বয়স বাড়িয়ে জন্মসনদ দেওয়া হয়নি। তার পরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

মাসিমপুর এএলএম উচ্চ বিদ্যায়ের প্রধান শিক্ষক বলেন, নবম শ্রেণির মেধাবী ছাত্রী রিতাকে গত দু’দিনের বার্ষিক পরীক্ষায় অংশ না করতে দিয়ে বিয়ে দিচ্ছেন তার অভিভাবকরা। কথাটি জানতে পেরে সকল শিক্ষকেই মন খারাপ হয়ে যায়।

(এমআরএস/এসসি/ডিসেম্বর০৩,২০১৪)

পাঠকের মতামত:

০৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test