E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়লেখায় দুর্ধর্ষ ডাকাতি

২০১৪ ডিসেম্বর ২৪ ১২:২৯:২২
বড়লেখায় দুর্ধর্ষ ডাকাতি

বড়লেখা (মৌলভীবাজার)প্রতিনিধি :গত মঙ্গলবার(২৩ডিসেম্বর) দিবাগত গভীর রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পৌর শহরের পাখিয়ালা গ্রামে মোঃ মোঃ সির্জা উদ্দিনের বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাতরা প্রায় নগদ দুই লক্ষ টাকা , ১৫ভরি স্বর্ণলংকার, ৪টি মোবাইল সেট সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে নির্বিঘ্নে পালিয়ে গেছে। ঘটনার আধ ঘন্টার পর পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দুই বড় দা ও একটি পাঞ্জা (তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত করা হয়) উদ্ধার করেছে।

এসময় ডাকাতদের এলোপাতাড়ি দায়ের কোপে গৃহকর্তা মোঃ সিরাজ উদ্দিন(৬০) ও তার পুত্র মোহাম্মদ জাকারিয়া(২৫) কে গুরুতর আহত সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও ডাকাতকবলিত পারিবারিক সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার(২৩ডিসেম্বর) দিবাগত গভীর রাত আনুমানিক দুইটার দিকে ১৫/২০জনের একদল সংঘবদ্ধ ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্র সহ দরজা ভেঙ্গে মোঃ সিরাজ উদ্দিনের ঘরে প্রবেশ করে। এ সময় মোঃ সিরাজ উদ্দিনের পুত্র মোহাম্মদ জাকারিয়া (২৫) বাধা দিলে ডাকাতরা তাকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

জাকারিয়া চিৎকার শুনে পিতা মোঃ সিরাজ উদ্দিন ঘরের অন্য কক্ষ থেকে এগিয়ে আসলে ডাকাতরা সিরাজ উদ্দিনকে ও দা দিয়ে কুপিয়ে আহত করে। পরে ডাকাতরা ঘরে অন্যান্য সদস্যদের বেঁধে বিভিন্ন কক্ষের আলমারী ভেঙ্গে প্রায় নগদ দুই লক্ষ টাকা , ১৫ভরি স্বর্ণলংকার, ৪টি মোবাইল সেট সহ প্রায় দশ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় ।

পরিবারের সদস্যদের চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে ডাকাতরা পালিয়ে যায়। ঘটনার আধ ঘন্টার পর ্পুলিশের টহলদল ঘটনাস্থল থেকে ডাকাতদের ফেলে যাওয়া দুই বড় দা ও একটি পাঞ্জা (তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত করা হয়) উদ্ধার করেছে।

ডাকাতদের এলোপাতাড়ি দায়ের কোপে গৃহকর্তা মোঃ সিরাজ উদ্দিন(৬০) ও তার পুত্র মোহাম্মদ জাকারিয়া(২৫) কে গুরুতর আহত অবস্থায় প্রথমে বড়লেখা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলেও তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়লেখা থানার ওসি (তদন্ত) আকবর হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

(এলএস/এসসি/ডিসেম্বর২৪,২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test