E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সিরাজগঞ্জের অপহৃত মুদি ব্যবসায়ী কুমিল্লা থেকে উদ্ধার

২০১৪ ডিসেম্বর ২৪ ১৫:২২:১২
সিরাজগঞ্জের অপহৃত মুদি ব্যবসায়ী কুমিল্লা থেকে উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশের অপহৃত মুদি ব্যবসায়ী জামিল হোসেন (২৪) কে ১০ দিন পর তাড়াশ থানা পুলিশ বুধবার ভোরে কুমিল্লা সদরের নুরজাহান হোটেল থেকে উদ্ধার করেছে। ৪ লাখ টাকার মুক্তিপণের দাবিতে গত ১৫ ডিসেম্বর জামিলকে বগুড়া জেলার শেরপুর উপজেলা সদর থেকে অপহরণকারীরা তাকে অপহরণ করে।

তাড়াশ থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গোন্তা গ্রামের খলিলুর রহমানের ছেলে মুদি ব্যবসায়ী জামিল হোসেন গত ১৫ডিসেম্বর বগুড়া জেলার শেরপুর উপজেলা সদরে তার দোকানের মালামাল কিনতে বাড়ী থেকে বের হয়ে যায়। দিন শেষে বাড়ি ফিরে না আসলে খোঁজাখুঁজি শুরু হয়। ঘটনার ২দিন পরে মোবাইল ফোনে অপহৃর পিতার নিকট ৪লাখ টাকা মুক্তিপণের দাবি করে অপরহনকারী চক্রের সদস্যরা মোবাইল করে।

ঘটনার ২দিন পর তাড়াশ থানার অফিসার ইনচার্জ আতাউর রহমানকে বিষয়টি অবহিত করার পর শুরু হয় উদ্ধার অভিযান। ওসি আতাউর রহমান একক চেষ্টায় অপরহণকারীদের মোবাইল নম্বর ট্রাকিং করে উদ্ধার অভিযান শুরু করে। ২ কিস্তিতে অপহরণকারীদের দেওয়া মোবাইল নম্বরে ১০হাজার টাকা প্রেরণ করেন। অপহরণকারীরা অপহৃত জামিলকে প্রথমে নাটোর জেলার সিংড়া, পরে কুমিল্লা এবং শেষ পর্যন্ত কক্সবাজারে নিয়ে যায়। কক্সবাজারে পুলিশ, র‌্যাব ও ডিবি তৎপরতায় সেখান থেকে অপহৃত জামিলকে আবার কুমিল্লায় নিয়ে আসে।

এক পর্যায়ে অবস্থার বেগতিক দেখে অপহরণকারীরা গত মঙ্গলবার রাতে কুমিল্লা সদর দক্ষিন এলাকার হোটেল নুরজাহানে জামিলকে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়। ভোরে অপহৃত জামিল হোটেল বয়কে জিজ্ঞাসা করে জানতে পারে এটা কুমিল্লা সদরের দক্ষিন এলাকার হোটেল নুরজাহান। পরে তার মামাকে মোবাইল করলে সেখান থেকে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে বগুড়ার শেরপুর থানায় অপহরণ মামলা হয়েছে।

(এসএস/এএস/ডিসেম্বর ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test