E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শাহজাদপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

২০১৪ ডিসেম্বর ২৬ ১৫:৫১:০৮
শাহজাদপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : গত কয়েক দিনের ঘন কুয়াশা ও হাড় কাঁপানো তীব্র শীতে শাহজাদপুর উপজেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতি মধ্যেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে উপজেলার বেলতৈল ইউনিয়নের চর বেতকান্দি গ্রামের লাভলু মিয়ার ৬ দিন বয়সের শিশুপুত্র নাঈম আহমেদ মারা গেছে।

উপজেলার ১৩ টি ইউনিয়নের প্রায় ২ লাখ হতদরিদ্র নারী- শিশু ও বৃদ্ধ শীত বস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করছে। বিশেষ করে যমুনা নদীর তীরবর্তী চরাঞ্চলবাসীর অবস্থা আরো ভয়াবহ। এক টুকরো শীতের কাপড়ের অভাবে তারা যবুথবু হয়ে সারা রাত জেগে কাটাচ্ছে। অনেকে আবার খরকুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। হাড়কাপানো এই তীব্র শীতে এ অঞ্চলের গবাদী পশুগুলোর অবস্থাও খারাপ । প্রচন্ড শীতে উপজেলার সর্বত্র শিশুদের মাঝে ঠান্ডা জনিত নানা রোগ ছড়িয়ে পড়েছে। হাসপাতাল গুলোতে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুদের ভীর বাড়ছে। এ পর্যন্ত ৫ শতাধিক শিশু ঠান্ডা জনিত ও নিউমনিয়া রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। শীত ও ঘনকুয়াশায় চট্টগ্রাম-বাঘাবাড়ী নৌ বন্দর রুটে সার ও পণ্যবাহী জাহাজ চলাচল বিঘ্ন ঘটছে।

এছাড়া শাহজাদপুর-ঢাকা-বগুড়া মহাসড়কে যানবহন চলাচলেও চরম বিঘœ সৃষ্টি হচ্ছে। সন্ধ্যা থেকে পর দিন দুপুর পর্যন্ত কুয়াশায় জনিত কারণে যানবাহন গুলোকে দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। তীব্র শীতে এ অঞ্চলে রবি শষ্যের ব্যপক ক্ষতি হওয়ার আশঙ্কা বলে সংশ্লিষ্টরা অভিমত ব্যক্ত করেছেন । এলাকাবাসী দুস্থ শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণের জোর দাবি জানিয়েছেন।

(এআরপি/এএস/ডিসম্বের ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test