E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে পেট্রোল বোমা আতঙ্ক

২০১৫ জানুয়ারি ২৫ ১৮:০৭:১৯
চাটমোহরে পেট্রোল বোমা আতঙ্ক

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : দেশব্যাপী ২০ দলের লাগাতার অবরোধ-হরতালে সহিংসতার অংশ হিসেবে আতঙ্ক সৃষ্টি করতে পাবনার চাটমোহরে ট্রাকে আগুন, ভাংচুরের পর এবার পেট্রোল বোমা সাদৃশ্য বোতল ছড়িয়ে দেয়া হচ্ছে।

চাটমোহর ডিগ্রী কলেজ রোডে রবিবার পেট্রোল বোমা সাদৃশ্য বোতল উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে এলাকার মানুষের মধ্যে বোমা আতঙ্ক বিরাজ করছে।

জানা যায়, চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজ রোডের সামনের পৌর সদরের নারিকেলপাড়া মার্কেটের ড্রেনের মধ্যে একটি বোতল দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা সাদৃশ্য বোতলটি উদ্ধার করে।


পুলিশ জানায়, কে বা কারা এলাকায় আতংক সৃষ্টি করতে বোতলে কেরোসিন ভরে বোমার মতো তৈরি করে ফেলে রেখেছিল। শনিবার রাতে নতুন বাজার বাইপাস সড়কের হারান মোড় এলাকায় অনুরুপ বোতল পাওয়া যায়। বোতলটিতে কেরসিন তেল এবং মাথায় পাটের পৌলতা লাগানো আছে।

থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, জনমনে আতংক সৃষ্টি করতেই কে বা কারা এ কাজ করেছে। তবে পুলিশ সতর্ক আছে। কোন প্রকার নাশকতা যাতে না হয়, সে জন্য পুলিশী টহল বাড়ানো হয়েছে।

(এসএইচএম/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test