E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাটমোহরে স্বরসতী পূজা অনুষ্ঠিত

২০১৫ জানুয়ারি ২৫ ১৮:০৮:৫৩
চাটমোহরে স্বরসতী পূজা অনুষ্ঠিত

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে রবিবার সনাতন ধর্মাবলম্বীদের স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাদেবী স্বরসতী পূজা উপলক্ষে চাটমোহরে হিন্দু ছাত্র-ছাত্রীদের মাঝে বিপুল উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। বিদ্যা ও জ্ঞান অর্জনের লক্ষ্যে তারা বিদ্যাদেবী স্বরসতীর আরাধনা করে। ভক্তরা উপবাস থেকে দেবীর পায়ে অঞ্জলী দেন। চাটমোহরের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পাড়া-মহল্লায় শতাধিক পূজা মন্ডপ তৈরি করে স্বরসতী পূজা করা হয়।

চাটমোহর ডিগ্রী (অনার্স) কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, বালিকা উচ্চ বিদ্যালয়, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ, ডিএ জয়েন উদ্দিন প্রি-ক্যাডেট স্কুল, পরিক্রম বিদ্যা নিকেতন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাহা পাড়া বীনাপানি সংঘ, দোলং বাস্তু মন্দির, দোলবেদীতলা, আমরা ক’জন সংঘ, কর্মকারপাড়া নিউ গীতাঞ্জলী সংঘ, হরিসভা মন্দির, নতুন বাজার মন্দির, বালুচর মন্দির, বোঁথর, কুমারগাড়া, হরিপুর, ছাইকোলা, মূলগ্রাম, গুনাইগাছা, হান্ডিয়াল, নিমাইচড়া, মির্জাপুরসহ উপজেলার বিভিন্ন স্থানে শতাধিক মন্ডপে স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়।

(এসএইচএম/এএস/জানুয়ারি ২৫, ২০১৫)

Qwe Av‡Q

Qwe Av‡Q

PvU‡gvn‡i ¯^imZx c~Rv AbywôZ

< PvU‡gvni (cvebv) cÖwZwbwa

cvebvi PvU‡gvn‡i ‡iveevi mbvZb ag©vej¤^x‡`i ¯^imZx c~Rv AbywôZ n‡q‡Q| we`¨v‡`ex ¯^imZx c~Rv Dcj‡ÿ PvU‡gvn‡i wn›`y QvÎ-QvÎx‡`i gv‡S wecyj Drmvn-DÏxcbvi m„wó nq| we`¨v I Ávb AR©‡bi j‡ÿ¨ Zviv we`¨v‡`ex ¯^imZxi Avivabv K‡i| f³iv Dcevm †_‡K †`exi cv‡q AÄjx †`b| PvU‡gvn‡ii wkÿv cÖwZôvb QvovI cvov-gnjøvq kZvwaK c~Rv gÛc ˆZwi K‡i ¯^imZx c~Rv Kiv nq|

PvU‡gvni wWMÖx (Abvm©) K‡jR, gwnjv wWMÖx K‡jR, evwjKv D”P we`¨vjq, AiweUj wjsK ¯‹zj GÛ K‡jR, wWG R‡qb DwÏb wcÖ-K¨v‡WU ¯‹zj, cwiµg we`¨v wb‡KZb, g‡Wj miKvwi cÖv_wgK we`¨vjq, mvnv cvov exbvcvwb msN, †`vjs ev¯‘ gw›`i, †`vj‡e`xZjv, Avgiv KÕRb msN, Kg©Kvicvov wbD MxZvÄjx msN, nwimfv gw›`i, bZzb evRvi gw›`i, evjyPi gw›`i, ‡euv_i, KzgviMvov, nwicyi, QvB‡Kvjv, g~jMÖvg, ¸bvBMvQv, nvwÛqvj, wbgvBPov, wgR©vcyimn Dc‡Rjvi wewfbœ ¯’v‡b kZvwaK gÛ‡c ¯^imZx c~Rv AbywôZ nq|

#

kvgxg nvmvb wgjb

PvU‡gvni cÖwZwbwa, cvebv|

23-01-2015

01711-941191, 01713-763949

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test