E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে পাবনা জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:৩৫:০১
ঈশ্বরদীতে পাবনা জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবিহিত করণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে বিশেষ প্রচারাভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী উপজেলা সম্মেলন কক্ষে পাবনা জেলা তথ্য অফিসের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সেলিম।

পাবনা জেলা সিনিয়র তথ্য অফিসার মো. মঞ্জুর-ই-মাওলার সভাপতিত্বে বুধবার বিকেলে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রুমেল হায়দার, উপজেলা শিক্ষা অফিসার মীর মামুনুর রহমান, সাংবাদিক সেলিম সরদার, তৌহিদ আক্তার পান্না, সেলিম আহমেদ, জাহাঙ্গীর আলম, সাংবাদিক আস্তব আলী রুস্তম, রেজাউল করিম ফেরদৌস, রিফাত বিশ্বাস লালন ও তামিমুল ইসলাম।


উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম সেলিম বলেন, পাবনা জেলার ইউনিয়ন ডিজিটাল সেন্টার সমূহ গত বছরে ১ লক্ষ ৫১ হাজার ৫৯০ জন সেবা গ্রহিতাকে সেবা প্রদানের মাধ্যমে ৭৩ লক্ষ ১২ হাজার ১৩২ টাকা আয় করেছে। অনলাইনে ৭ কোটি জন্ম নিবন্ধন এবং বিদেশ গমনেচ্ছু ২০ লক্ষ নারী-পুরুষের নিবন্ধন সম্পন্ন হয়েছে। ২৬ লক্ষ আখচাষীকে মোবাইলে পুর্জি সংক্রান্ত তথ্য প্রেরণ করা হয়েছে। ২৩ হাজার ৫০০ স্কুলে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষের মাধ্যমে ৪০ লক্ষ শিক্ষার্থীকে পাঠদান করা হচ্ছে। এছাড়া তিনি সরকারের উন্নয়ন মূলক নানা বিষয় তুলে ধরেন।

(একেকে/এএস/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test