E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সত্যায়িত ফি ১০০ টাকা!

২০১৫ ফেব্রুয়ারি ০৫ ১৬:০১:৫৪
সত্যায়িত ফি ১০০ টাকা!

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রতন কুমার রায় সনদ পত্রের ফটোকপি সত্যায়িত করে দিয়ে ১শ’ টাকা নিয়েছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী ভুক্তভোগী হলেন, উপজেলার গুনাইগাছা ইউনিয়নের পৈলানপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন।
অভিযোগে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার সময় আলমগীর তার এসএসসি, এইচএসসি ও অনার্সের সনদ পত্রের ফটোকপি ও ছবি সত্যায়িত করার জন্য চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রতন কুমার রায়ের কাছে যান। তিনি কোন কাগজ পত্র সত্যায়িত করতে পারবেন না বলে জানান এবং তাকে উপজেলা অফিসে যেতে বলেন। পরে আলমগীর তাকে অনুরোধ করলে তিনি সনদ পত্রের ফটোকপি সত্যায়িত বাবদ ১শ’ টাকা লাগবে বলে জানান। সে ছাত্র মানুষ টাকা নেই বললে তাকে অনত্র্য যেতে বলেন। নিরুপায় হয়ে আলমগীর টাকা দিতে রাজি হলে ডা. রতন কুমার রায় মূল সনদপত্র না দেখেই ১শ’ টাকা নিয়ে তার কাগজগুলো সত্যায়িত করে দেন।
এ ব্যাপারে ডা. রতন কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছেলেটিকে আমি দুপুর ১ টার পর আসতে বলায় সে খুব পিড়াপীড়ি করতে থাকে। হ্যাঁ আমি তার কাছ থেকে ১শ’ টাকা নিয়ে সত্যায়িত করে দিয়েছি। সত্যায়িত করে টাকা নেওয়ার কোন নিয়ম আছে কিনা জিজ্ঞেস করলে তিনি বলেন, না, টাকা নেওয়ার কোন নিয়ম নাই। বলতে পারেন আমি ঘূষ নিয়েছি। অফিসের সময় আমার কাছে কেউ সত্যায়িত করতে আসলে আমাকে টাকা দিতে হবে। টাকা ছাড়া আমি সত্যায়িত করবো না।
এ বিষয়ে চাটমোহর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মঞ্জুরা রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমি জানিনা। তবে খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবো।
(এসএইচ/পিবি/ফেব্রুয়ারি ৫,২০১৫)




পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test