E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

২০১৫ ফেব্রুয়ারি ১২ ১৩:৪৭:১০
রাজাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি

ঝালকাঠী প্রতিনিধি : রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের মোঃ আঃ সোবাহান খান অবঃ সরকারি কর্মকর্তা ও মুক্তিযোদ্বার জমি দখল করে কথিত স্কুল নির্মাণ করার অভিযোগে অনুমতি বিহীন তৈরী স্থাপনা উচ্ছেদ করেছে রাজাপুর থানা পুলিশ ।

জমিতে স্থানীয় ভূমি দস্যু ও জবরদখলকারী অবৈধ ভাবে একটি কিন্ডার গার্ডেন স্কুল ঘর নির্মানের জন্য বাঁশের ঘেরা বেড়া ও ইটের স্থাপনা নির্মান করার অভিযোগে গত ২৩/১২/২০১৪ইং তারিখে রাজাপুর থানা পুলিশ একটি শতর্কীকরণ নোটিশ জারী করে যাহার নং – ২০৬/১৪,অভিযান ঘেরা বেড়া উচ্ছেদ করা হয়। পাশাপাশি স্থাপনা নির্মান না করার জন্য নির্দেশ দেওয়া হয় বলে সংবাদ সম্নেলনে লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন । পরে এ ব্যাপারে থানা পুলিশের নির্দেশে শালিশ ব্যবস্থার সিদ্বান্ত নিলে এ্যাডঃ মহারাজ ভূইয়াকে শালিশ মানিয়া দেয়। ভুমিদস্যূ শাহজাহান মৃধা শালিশ অমান্য করে পুনুরায় স্তাপনের কাজ শুরু করেন । পরবর্তীতে থানা পুলিশের দ্বায়িত্বপ্রাপ্ত দারোগা জনাব মাইনুল ইসলামকে জানালে তিনি ঐ জমিতে গিয়ে কাজ বন্ধ করে দেয় । তাহার পরও আইন অমান্য করে প্রতি রাতে একটু একটু করে স্থাপনার কাজ চালিয়ে যাচ্ছে।এবং একটি সাইন বোর্ড টানিয়ে রাখছে শহীদ স্মৃতি চারন কিন্ডার গার্ডেন। বহিরাগতদের নিয়ে স্থানীয় কিছু ভূমি দস্যু সরকার বা জমির কবলা মালিকগনের অনুমোদন বিহীন,স্কুলের নাম দিয়ে ভুমি দখল করার চেষ্টা করে যাচ্ছে। তিনি আরো বলেন যে,সরকার বা সরকারী অনুমতি নিয়ে কোন সংস্থা স্কুল করছে না ।তাই এলাকায় অশুভ শক্তি কর্তৃক স্কুলের নাম দিয়ে দেওয়া ঘেরা বেড়া উচ্ছদ করা হয়েছে। এ ব্যাপারে উদ্ধর্তন কতৃপক্ষের/প্রশাসনের নিকট তিনি আকুল আবেদন জানান যাহাতে ভুমি দস্যুদের হাত থেকে কস্টার্জিত অর্থ দিয়ে ক্রয়কৃত জমিটুকু রক্ষা পাইতে পারে তাহার দৃষ্টি আকর্ষণ করছি ।
(এমআর/পিবি/ফেব্রুয়ারি ১২,২০১৫)





পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test