E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহামতি বুদ্ধের জীবনাদর্শ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

২০১৪ মে ১৩ ১৫:২৯:৫৪
মহামতি বুদ্ধের জীবনাদর্শ সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে: রাষ্ট্রপতি

স্টাফ রিপোর্টার : আজকের এ অশান্ত ও অসহিষ্ণু বিশ্বে মূল্যবোধের অবক্ষয় রোধ ও সমাজে শান্তি প্রতিষ্ঠায় মহামতি বুদ্ধের জীবনাদর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ মন্তব্য করেন।

রাষ্ট্রপতি ‘শুভ বুদ্ধ পূর্ণিমা-২০১৪’ উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের মৈত্রীময় শুভেচ্ছা জানিয়ে বলেন, মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ- এই ত্রিস্মৃতি বিজড়িতই হল শুভ বুদ্ধ পূর্ণিমা।

তিনি বলেন, ‘মহামতি গৌতম বুদ্ধ সৌহার্দ্য ও শান্তিপূর্ণ একটি বিশ্ব প্রতিষ্ঠায় আজীবন সাম্য ও মৈত্রীর বাণী প্রচার করে গেছেন। ‘অহিংস পরম ধর্ম’ বুদ্ধের এই বাণী আজও সমাজের জন্য সমভাবে প্রযোজ্য।’

বিত্তের মধ্যে বড় হয়েও তিনি (বুদ্ধ) উপলব্ধি করেছিলেন ‘ভোগে সুখ নেই, ত্যাগেই প্রকৃত সুখ’ এ কথা উলে¬খ করে আবদুল হামিদ বলেন, তাঁর এই মর্মবাণী মানব আত্মাকে পরিশুদ্ধ এবং শান্তিময় করে তুলতে পারে।

রাষ্ট্রপতি বলেন, ‘আবহমান কাল থেকে এদেশের মাটি ও মানুষের সাথে বৌদ্ধদের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও কৃষ্টি গভীরভাবে মিশে আছে।’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস বিদগ্ধ গবেষক, পণ্ডিত ও বৌদ্ধ চিন্তাবিদগণ তাঁদের অনুসন্ধিৎসু গবেষণার মাধ্যমে বৌদ্ধ ধর্মের প্রাচীন সভ্যতা, কৃষ্টি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে পরিচিতির মাধ্যমে বাংলাদেশকে নতুন উচ্চতায় তুলে ধরবেন।’

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, ‘এই দেশে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম ও আচার অনুষ্ঠানাদি পালন করে আসছে। এটা আমাদের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য।’

তিনি শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।

(ওএস/এটি/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test