E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

নাটোর-১ আসনের সাবেক সংসদ সদস্য  নওশের আলী বাদশার  ইন্তেকাল

২০১৫ এপ্রিল ০৮ ২৩:০০:০৬

নাটোর প্রতিনিধি :নাটোর-১(বাগাতিপাড়া-লালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বাগাতিপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নওশের আলী সরকার বাদশা ইন্তেকাল করেছেন। বুধবার রাত সাড়ে ১২ টায় বাগাতিপাড়া উপজেলার চিথলিয়াস্থ নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী,এক ছেলে, চার কন্যাসহ নাতি-নাতনি ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার বিকেল সোয়া ৩ টায় চিথলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় মরদেহ দাফন করা হয়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান, ইউএনও সালাহ্উদ্দিন, নাটোর জেলা বিএনপি সাধারন সম্পাদক আমিনুল হক, সহ-সভাপতি রহিম নেওয়াজ, উপজেলা আ’লীগ সভাপতি অধ্যাপক আবুল হোসেন, বিএনপি সভাপতি ও মেয়র মোশাররফ হোসেন, জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, জাপা সভাপতি শমসের আলী, কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি তারিকুল ইসলাম টিটু প্রমুখসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা জানাজায় অংশ গ্রহন করেন এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সাবেক সংসদ সদস্য নওশের আলী সরকার বাদশা ২ জানুয়ারী ১৯৪৯ সালে চিথলিয়া গ্রামের জন্ম গ্রহন করেন। তাঁর পিতার নাম মৃত নবাব আলী। তিনি মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহন করেন। নওশের আলী বাদশা ১৯৭২ সাল থেকে ’৮৬ সাল পর্যন্ত পাঁকা ইউপি চেয়ারম্যান, ’৮৬ সাল থেকে ’৯০ সাল পর্যন্ত জাতীয় পার্টির সংসদ সদস্য এবং পরে বিএনপিতে যোগ দিয়ে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়ে ২০০৯ ইং সাল থেকে ’১৪ সাল পর্যন্ত উপজেলা চেয়ারম্যান ছিলেন।

(এমআর/এসসি/এপ্রিল০৮,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test