E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ আত্মসমর্পণ করতে পারেন র‌্যাবের ৩ কর্মকর্তা

২০১৪ মে ১৪ ০৭:৪৪:৫১
আজ আত্মসমর্পণ করতে পারেন র‌্যাবের ৩ কর্মকর্তা

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের ঘটনায় অভিযুক্ত র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা আজ বুধবার আদালতে আত্মসমর্পণ করতে পারেন।

মঙ্গলবার রাতে নিজ বাসভবনে একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে এ কথা জানান স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত রবিবার হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চ র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাকে গ্রেফতারের আদেশ দেন।

আদেশে বলা হয়, দণ্ডবিধি বা বিশেষ কোনো আইনে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া না গেলে ৫৪ ধারায় গ্রেফতার করতে হবে৷

ওই তিনজন হলেন, র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মাদ, মেজর আরিফ হোসেন ও নারায়ণগঞ্জ ক্যাম্পের সাবেক প্রধান লে. কমান্ডার এম এম রানা৷ এর মধ্যে সেনাবাহিনীর দুজনকে অকালীন ও নৌবাহিনীর একজনকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়৷

এর আগে, উচ্চ আদালতের ওই আদেশ রবিবার রাত সাড়ে ৯টার পরে ফ্যাক্সযোগে পুলিশের মহাপরিদর্শকের কার্যালয়ে আসে। বিষয়টি নিয়ে পুলিশ সদরদপ্তরে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক হয়। পরে এ বিষয়ে লিখিতভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়।

এ ছাড়া আদেশের কপি নারায়ণগঞ্জ পুলিশ সুপারের মাধ্যমে তদন্তকারী কর্মকর্তার কাছে পাঠানে হয়।

(ওএস/এইচআর/মে ১৪, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test