E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গণজাগরণ মঞ্চকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

২০১৪ মে ১৫ ২০:০৩:০৭
গণজাগরণ মঞ্চকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান

স্টাফ রিপোর্টার : বিভক্ত গণজাগরণ মঞ্চের দুই পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে ৩৩টি সামাজিক, সাংস্কৃতিক ও ছাত্র সংগঠন।

বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ আহবান জানানো হয়।

সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), বাংলাদেশ ছাত্র আন্দোলন, বাংলাদেশ ছাত্র সমিতি, বাংলাদেশ ছাত্র ফোরাম, যুদ্ধাপরাধ বিচার মঞ্চ, উত্তরাধিকার বাংলা ৭১, ফাঁসির মঞ্চ, শাহবাগে সাইবার যুদ্ধ, ব্লগার এন্ড অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক ও টিএসসি ভিত্তিক ১১টি সংগঠনসহ মোট ৩৩টি সংগঠন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু ও ছাত্রলীগ (জাসদ) সভাপতি শামসুল ইসলাম সুমন।

বাপ্পাদিত্য বসু বলেন, গণজাগরণ মঞ্চ বিভক্ত থাকার কোন সুযোগ নেই। কিন্তু গণজাগরণ মঞ্চের নাম ব্যবহার করে দুইটি ব্যানার তৈরি করে একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ করছে। এক পক্ষ অন্য পক্ষকে স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যা দিচ্ছে ।এটি বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ৩৩টি সংগঠন মিলে গণজাগরণ মঞ্চের সাথে সম্পৃক্ত সকল সংগঠনের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। সবার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করে তা সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তীতে জানানো হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

(ওএস/এস/মে ১৫, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test