E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ওয়াসার সচিবের বাসায় চুরি

২০১৫ মে ১৪ ১৮:০১:৩৮
বাগেরহাটে ওয়াসার সচিবের বাসায় চুরি

বাগেরহাট প্রতিনিধি : খুলনা ওয়াসার সচিব স্বপন কুমার মন্ডলের বাগেরহাটের ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরি হয়েছে। এসময় সংঘবদ্ধ চোরেরা ওই কর্মকর্তার ঘরের আলমারি ভেঙ্গে ১৪ ভরি সোনার গহনা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে গেছে।

সকাল থেকে বেলা দুপুরের মধ্যে কোন এক সময়ে বাগেরহাট শহরে মিঠাপুকুর পাড়ের আশফাক ম্যানশনের ভাড়া বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় দুপুরে বাগেরহাট মডেল থানায় ওয়াসার সচিব স্বপন কুমার মন্ডল অজ্ঞাতনামাদের বিরুদ্ধে একটি মামলা করেছেন। এই ভবনে এর আগেও এক সরকারি চাকুরীজীবী দম্পত্তির বাসায় দিবালোকে চুরির ঘটনা ঘটেছিল। বার বার এই ভবনে চুরির ঘটনায় বাসা ভাড়াটিয়াদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

খুলনা ওয়াসার সচিব স্বপন কুমার মন্ডলের স্ত্রী অপু রাণী মন্ডল বাগেরহাটের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। খুলনা ওয়াসার সচিব স্বপন কুমার মন্ডল গতকাল বৃহষ্পতিবার বলেন, প্রায় এক বছর আগে আমি বাগেরহাট শহরের মিঠাপুকুরপাড় এলাকার আশফাক ম্যানশনের পাঁচতলার একটি ইউনিট ভাড়া নেই। এখানে আমার স্ত্রী ও ছেলেমেয়েদের নিয়ে বসবাস করে আসছি। এখান থেকে আমি ও আমার স্ত্রী কর্মস্থলে যাতায়াত করি।

সকালে বাসায় তালা দিয়ে আমি, আমার স্ত্রী ও দুই ছেলেমেয়েকে নিয়ে কচুয়া উপজেলার গ্রামের বাড়িতে বেড়াতে যাই। সংঘবদ্ধ চোরের দল এই সুযোগে আমার ঘরের দরজা ভেঙ্গে ভেতরে ঢোকে। পরে তারা আলমারির তালা ভেঙ্গে আলমারিতে থাকা কানের দুল, গলার চেইন, বালাসহ প্রায় ১৪ ভরি সোনার গহণা ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। পরে আশফাক ম্যানশনের কাজের ছেলের আমাদের তালাবদ্ধ ঘর খোলা দেখতে পেয়ে ফোন করে। পরে আমরা বাসায় ফিরে দেখি আলমারির তালা ভাঙ্গা। এই চুরির ঘটনায় বুধবার রাতে থানায় একটি মামলা করেছি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. তোজাম্মেল হক বলেন, খুলনা ওয়াসার সচিব স্বপন কুমার মন্ডলের বাড়িতে চুরির ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। চোরদের সনাক্ত করার চেষ্টা চলছে।

(একে/এএস/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test