E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে  জামায়াত-শিবিরের ৩ কর্মী গ্রেফতার

২০১৫ মে ১৫ ১৭:৪৫:৩২
লালপুরে  জামায়াত-শিবিরের ৩ কর্মী গ্রেফতার

নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে পুলিশের ওপর হামলা, গাড়িতে অগ্নি সংযোগ, অস্ত্র লুটসহ রাষ্ট্রদ্রোহ মামলার পলাতক আসামী ৩ জামায়াত-শিবির কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার সকালে লালপুর উপজেলার পাইকপাড়া এলাকা থেকে পুলিশ তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলো, লালপুর উপহেলার পাইকপাড়া গ্রামের আব্দুস সোবাহানের ছেলে জামায়াত নেতা আব্দুল খালেক (৪৫), ছেলে শিবির কর্মী খাইরুল ইসলাম (২২) ও বেরিলাবাড়ি গ্রামের মুত সুলতান আলীর ছেলে জামায়াত কর্মী আসলাম হোসেন ( ৪০ )। পরে তাদের নাটোরের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাদিরা সুলতানার আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, ২০১৩ সালের ২৮ ফেব্র“য়ারি মানবতা বিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদন্ডের রায় ঘোষনার পর দুপুর ২ টার দিকে জামায়াত শিবিরের সহস্রাধিক নেতা কর্মী নাটোর-পাবনা সড়কের লালপুর উপজেলার কদমচিলান এলাকায় টহলরত পুলিশের গাড়িতে হামলা চালায়। এসময় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রউসহ ৮ পুলিশকে বেধড়ক মারপিট করে আহত করে ৬টি শর্টগান ও প্রায় ৮ শতাধিক রাউন্ড গুলি ছিনিয়ে নেয় । পরে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করে। ওই ঘটনার কিছু সময় পরে তারা কদমচিলান গ্রামে সশস্ত্র আক্রমন চালিয়ে আওয়ামী কর্মী সমর্থকদের প্রায় ১২ টি বাড়ি ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এসময় কদমচিলার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলামকে তার বাড়ির উঠোনেই কুপিয়ে হত্যা করে তারা পালিয়ে যায়। এসব ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।

লালপুর থানার ওসি আব্দুল হাই তালুকদার জানান, আসামীরা জামিনে ছিল, পরে তারা পলাতক হয়। আদালতের ওয়ার্ন্টেবলে তাদের শুক্রবার সকালে পাইকপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও হত্যা মামলাসহ ৪ টি মামলা আছে।

(এমআর/এএস/মে ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test