E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধর্ষিত শিশু ও প্রতিবন্ধী কিশোরীকে আর্থিক সহযোগিতা

২০১৫ মে ১৯ ১৮:১০:০১
ধর্ষিত শিশু ও প্রতিবন্ধী কিশোরীকে আর্থিক সহযোগিতা

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান গ্রামের পৃথক ঘটনায় ৫ বছরের শিশু ও এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার দুই পরিবারকে আর্থিক সহযোগিতা করলেন মাদারীপুর ও ফরিদপুর সমিতির সভাপতি ইতালী প্রবাসী জনি মিয়া। মঙ্গলবার দুপুরে ২০ হাজার টাকা ঐ দুই পরিবারের হাতে তুলে দেয়া হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ধর্ষণের ঘটনার সংবাদটি বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়। ইন্টারনেটের মাধ্যমে মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর গ্রামের মিয়া বাড়ির মরহুম আফতাব উদ্দিন মিয়ার ছেলে মাদারীপুর ও ফরিদপুর সমিতির সভাপতি ইতালী প্রবাসী ওদুদ মিয়া ওরফে জনি মিয়া দেখতে পান। সংবাদটি দেখে সে মানিগ্রামের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠান।

মঙ্গলবার দুপুরে মাদারীপুর সিভিল সার্জন অফিসে সিভিল সার্জন ডা. দিলীপ কুমার ধর্ষিতা শিশু ও অপর ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীর মায়ের হাতে ২০ হাজার টাকা তুলে দেন।

ধর্ষিতা দুই পরিবারের সদস্যসহ এসময় উপস্থিত ছিলেন পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অভ নেচারের প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ, সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশী, সাংবাদিক বেলাল রিজভী, সাংবাদিক আলী আকবর খোকা, সাংস্কৃতিককর্মী কুমার লাভলু, সাংবাদিক কামরুল হাসান প্রমুখ।

টাকা হাতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন ধর্ষিত শিশুটির মা। তিনি এ সময় বলেন, এই টাকাটা আমাদের চিকিৎসা ও মামলা চালাতে অনেক উপকার হবে।

(এসএএস/এএস/মে ১৯, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test