E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা

২০১৫ মে ২৮ ১৭:৪৬:৪৭
বাগেরহাটে ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে মো. ফজলু শেখ (৩০) নামে এক ভ্যান চালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় পুলিশ ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের জনৈক আমির আলীর মাছের ঘের থেকে ওই ভ্যান চালকের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ছিনতাই হওয়া ভ্যানটি উদ্ধার করতে পারলেও এই হত্যাকাণ্ডে জড়িত কাউকে পুলিশ এখনো গ্রেপ্তার করতে পারেনি। বৃহষ্পতিবার দুপুরে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে নিহত ভ্যান চালক ফজলুর লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এই ঘটনায় নিহতের ভগ্নিপতি মো. হেমায়েত শেখ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে ফকিরহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত ভ্যান চালক মো. ফজলু শেখ পার্শ্ববর্তি বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের দাকোপা গ্রামের প্রয়াত মো. হাতেম শেখের ছেলে। এর আগে বুধবার সন্ধ্যায় অজ্ঞাত হিসেবে এই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ভগ্নিপতি মো. হেমায়েত শেখ বলেন, অজ্ঞাত তিনযাত্রীকে নিয়ে গত ২৫ মে সন্ধ্যায় আমার শ্যালক বাড়ি থেকে ব্যাটারী চালিত ভ্যান নিয়ে পার্শ্ববর্তি ফকিরহাট উপজেলার বেতাগা গ্রামের উদ্দেশে রওনা হয়। কিন্তু অনেক রাত হলেও সে বাড়িতে না ফেরায় তার মোবাইলে ফোন করে সেটি বন্ধ পায়। এরপর আমরা আত্মীয় স্বজনসহ ওর বন্ধুদের বাড়িও খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু কোথাও তার সন্ধান পাইনা।

ফকিরহাট থানার উপপরিদর্শক (এসআই) এস এম হায়দার আলী বলেন, ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের ষাটতলা গ্রামের জনৈক আমির আলীর স্ত্রী রমিছা বেগম তাদের মাছের ঘেরে সবজি তুলতে যান।

এসময় তিনি তাদের ঘেরের ভেড়ির ওপরে অজ্ঞাত পরিচয়ের একটি মরদেহ পড়ে থাকতে দেখে বাড়িতে ফিরে এসে তার স্বামীকে জানায়। পরে তার স্বামী পুলিশকে অবহিত করলে আমরা সেখানে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। দুর্বৃত্তদের সনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

(একে/এএস/মে ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test