E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘মানুষ হত্যা করে দেশের উন্নয়ন আদৌ সম্ভব নয়’

২০১৫ জুন ১৩ ১৭:১৫:৩৩
‘মানুষ হত্যা করে দেশের উন্নয়ন আদৌ সম্ভব নয়’

গাইবান্ধা প্রতিনিধি : সহিংসতা-নাশতকতা, অন্যায়-অত্যাচার ও নৈরাজ্য পরিহার করে দেশের অগ্রগতি অব্যাহত রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। পেট্রোল বোমা, সন্ত্রাস-নাশকতা ও মানুষ হত্যা করে দেশের উন্নয়ন আদৌ সম্ভব নয়। এসব অপতৎপরতার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করতে হবে।

এদের কারণে অন্যান্য ধর্মালম্বীদের নিকট গোটাবিশ্বে মুসলিমদের ধর্মীয় অনুভুতি ক্ষুন্ন এবং বাংলাদেশীদের ভিসা প্রদানে বর্তমান সময়ে নানা জটিলতায় পড়তে হচ্ছে। এসব পরিত্রাণ পেতে আমাদের সকলকে সচেতন হতে হবে। গত ৯ জুন থেকে সপ্তাহব্যাপি জেলার বিভিন্ন উপজেলায় শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক, নানা শ্রেণী-পেশা ও সুশীল সমাজের সমবেতদের উদ্দেশ্যে আলাদা মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে গাইবান্ধার পুলিশ সুপার আশরাফুল ইসলাম উপরোক্ত কথা বলেন। বর্তমানে পুলিশ সুপারের চৌকুস তৎপরতায় গাইবান্ধা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। এর ফলে জেলার পেশাজীবি মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। বর্তমানে জেলায় চুরি-ডাকাতিসহ অসামাজিক কার্যক্রম নেই বললেই চলে। জেলা সদরসহ ৭টি উপজেলায় দিয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে মত বিনিময় সভার আয়োজন করায় তাকে ধন্যবাদ জানান এসব সময় উপস্থিত বিভিন্ন রাজনীতিক ব্যক্তিবর্গ ও শ্রেণী পেশার মানুষ। এদিকে, বিগত দিনের নাশকতার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
(আরআই/পিবি/জুন ১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test