E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ

২০১৫ জুন ১৩ ১৭:২২:১৯
গাইবান্ধায় সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ

গাইবান্ধা  প্রতিনিধি : জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন আম-কাঠালসহ মৌসুমী ফলে ক্ষতিকর ফরমালিনসহ বিভিন্ন ধরণের কেমিক্যাল ব্যবহারের কারণে জনস্বাস্থ্য হুমকির মুখে। এই হুমকি থেকে রক্ষায় ইতোমধ্যে জাতীয় সংসদে ফরমালিন নিয়ন্ত্রণ আইন পাস হয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় ওই আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এ আহ্বান জানিয়েছেন ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ক্যাফেটেরিয়া ও সবুজ চত্ত্বরে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজিত ফল উৎসব ও সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। সংগঠনের সভাপতি মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এলজিআরডি সচিব আব্দুল মালেক, চলচিত্র ব্যক্তিত্ব সৈয়দ সালাহ উদ্দিন জাকী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, স্বেচ্ছাসেকব লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার প্রমুখ। প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার বলেন, প্রতি বছর মৌসুমী ফলের এই উৎসবের আয়োজন এখন ঐতিহ্যে পরিণত হয়েছে। এই উৎসবের বিশেষ গুরুত্ব আছে। কারণ শহরের ছেলে মেয়েরা অনেক ফলের সঙ্গে অপরিচিত। তাদের অনেকেই গাছ চেনে না, ফল চেনে না। তিনি বলেন, এধরণের উৎসবের মধ্যদিয়ে তারা ফল ও গাছের সঙ্গে পরিচিত হবে। গাছ লাগাতে উৎসাহিত হবে। তিনি আরো বলেন, ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ফলজ উদ্ভিদ সম্প্রসারণ জরুরী। যা পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি অর্থনীতিকে শক্তিশালী করবে। তিনি ফলের গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান। আনুষ্ঠানে বিভিন্ন ধরণের ফলের প্রদর্শনী করা হয়। ওই সকল ফলের সঙ্গে উপস্থিত শিশু-কিশোরদের পরিচয় করিয়ে দেন ডেপুটি স্পিকার। তিনি সুবিধা বঞ্চিত শিশুদের মধ্যে ফল বিতরণ করেন। এরপর তিনি টিএসসি চত্বরে একটি ফলের চারা রোপন করেন। এরআগে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন করেন।
(আরআই/পিবি/জুন ১৩,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test