E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় দুর্বৃত্তের এসিডে ঝলসে গেছে গৃহবধূ

২০১৫ জুন ১৪ ১৭:৩১:০৮
আগৈলঝাড়ায় দুর্বৃত্তের এসিডে ঝলসে গেছে গৃহবধূ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আগৈলঝাড়া উপজেলার ছয় গ্রামে এক গৃহবধূর শরীরে এসিড ছুঁড়ে ঝলসে দিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনায় দ্বগ্ধ পারভীন বেগম নামের ওই নারীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী (মহিলা) ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে হাসপাতালে পারভীন বেগমকে দেখতে যান জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা।

এসময় হামলাকারীদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করেন তারা। হাসপাতাল পরিদর্শনের সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বলেন, হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া কাজ শুরু হয়েছে। আগে জিডি করেও কেন ওই নারী পর্যাপ্ত নিরাপত্তা পায়নি- এমন পশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তে পুলিশের কারো বিরুদ্ধে গাফিলাতির অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধেও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

নেত্রকোনা জেলার মদন থানার হাসিমপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এসিড দ্বগ্ধ পারভীন জানান, গার্মেন্টসে কাজ করার সুবাদে ২০০১ সালে আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রামের সোহাগ ব্যাপারীর সাথে তার প্রেমের সম্পর্ক হয়। এরপর তারা বিয়ে করেন এবং স্বামীর বাড়ি আগৈলঝাড়ায় বসবাস করেন। বিয়ের পর তার শ্বশুর এবং শাশুড়ী

তাকে মেনে নিতে পারেননি। এ কারণে বিভিন্ন সময় স্বামী, শ্বশুর এবং শাশুড়ী, দেবর এবং ভাসুররা তাকে বিভিন্ন সময় নির্যাতন করতো। পরিবারের অন্যান্য সদস্যদের চাপে এক সময় স্বামীও তাকে সহ্য করতে পারছিলেন না। বিয়ের ৩ বছরের ব্যবধানে একবার তিনি অন্তঃস্বত্তা হলে তখন স্বামীর নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়।

বিদেশে পাঠানোর নাম করে গত কয়েক মাস আগে তার স্বামীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন তার শ্বশুর-শাশুড়ী। এরপর তিনি তার দাদী শাশুড়ীর কাছে থাকতেন। কিছুদিন আগে কে বা কারা তার ঘরের বেড়া কেটে ভিতরে ঢোকার চেস্টা করে। বিষয়টি তিনি স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালেও কোন প্রতিকার পাননি। এরপর তিনি নির্যাতনের অভিযোগে গত সপ্তাহে আগৈলঝাড়া থানায় একটি সাধারণ ডায়রী করেন। এতে ক্ষিপ্ত হয় তার শ্বশুর-শাশুড়ি।

পারভীন জানান, শনিবার রাত সাড়ে ১০টার তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে মুখোশধারী ৩/৪ জন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে এসিড ছুঁড়ে মারে। এতে তার পিঠ ঝলসে যায়। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

পারভীন বলেন, তিনি স্বামীর সংসার করতে চান। কিন্তু যারা তাকে এসিড ছুঁড়েছে তারা তাকে হত্যাও করতে পারে। তাই তিনি এসিড হামলাকারীদের কঠোর বিচার চান। তাকে ঘর ছাড়া করার জন্যই এই হামলা হয়েছে বলে দাবি করেন তিনি।

শেরেবাংলা মেডিকেলের সার্জারী বিভাগের (মহিলা) প্রধান অধ্যাপক ডা. এ.এম.এস.এম. সারফুজ্জামান রুবেল জানান, এটা কেমিকেল বার্ন। তার শরীরেরে ১০/১২ ভাগ পুড়েছে। রোগী আশংকামুক্ত। কিছুদিন চিকিৎসা দিলে সুস্থ হয়ে যাবে। তবে শরীরের দাগ থেকে যাবে।

(টিবি/এএস/জুন ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test