E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

২০১৫ জুন ১৫ ১৪:০৬:০১
আগৈলঝাড়ায় গৃহবধূকে এসিড নিক্ষেপ

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় গৃহবধূকে এসিড দিয়ে ঝলসে দেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। এসিডদগ্ধ পারভীনের সাথে হাসপাতালে কথা বলেছেন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

এসিড নিক্ষেপের ঘটনায় রবিবার রাতে পারভীন বেগম বাদী হয়ে এসিড দমন আইন ২০০০ এর ৫ খ/৭ ধারায় ৪/৫ জন অজ্ঞা নামা দুর্বৃত্তকে আসামী করে মামলা দায়ের করেন, যার নং-৭(১৪-৬-২০১৫)। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আক্কাস আলী জানান, উপজেলার রত্নপুর ইউনিয়নের ছয়গ্রামের চুন্নু বেপারীর ছেলে সোহাগ বেপারী ঢাকায় অবস্থানকালে ২০০১ সালে প্রেমের সম্পর্কের সূত্র ধরে নেত্রকোনা জেলার মদন থানার হাসিমপুর গ্রামে ইসমাইল হোসেনের মেয়ে গার্মেন্স কর্মী পারভীন আক্তারকে বিয়ে করে। বিয়ের পর পারভীনকে নিয়ে বাড়ি আসলে তার পরিবারের লোকজন পারভীনকে মেনে নিতে পারেনি। এ কারণে প্রায়ই পারভীনের উপর শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন চালাত। গত ৩বছর পূর্বে পারভীর অন্তঃস্বত্তা হলে তখন স্বামীর নির্যাতনে তার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। বিভিন্ন ধরনের হুমকি কারণে গত এক সপ্তাহ পূর্বে পারভীন আগৈলঝাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ঘরে না থেকে দাদী শ্বাশুড়ীর ঘরে থাকতের পারবীন। শনিবার রাতে পারভীন প্রকৃতির ডাকে সাড়া দিলে ঘরে প্রবেশের সময় পূর্বে থেকে ওৎ পেতে থাকা ৪/৫ জন দুবৃর্ত্তরা পারভীনকে পিছন দিক থেকে এডিস নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে তার শরীরের পিছনের অংশ ঝলসে যায়। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এসে প্রথমে গৌরনদী হাসপাতালে পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করেন। এসিড সন্ত্রাসের খবরে হাসপাতালে পারভীনকে দেখতে যান বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক। মামলার পর থেকেই আসামীদের গ্রেফতারে হোর প্রচেষ্টা চলছে বলে জানান থানা অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম।
(টিবি/পিবি/জুন ১৫,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test