E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,গুলিবিদ্ধসহ আহত ৮

২০১৫ জুলাই ০৭ ১২:২৬:১১
লালপুরে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ,গুলিবিদ্ধসহ আহত ৮

নাটোর প্রতিনিধি : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাটোরের লালপুরে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৮ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোপালপুর পৌর এলাকায় এউ সংঘর্ষের ঘটনা ঘটে।  গুলিবিদ্ধ ১ জন সহ গুরুতর আহত অবস্থায় ৬ জনকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় বাড়ি ও অফিস ভাংচুরের ঘটনাও ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য ও দলীয় কোন্দলের কারনে গোপালপুর পৌর ছাত্রলীগের সভাপতি হৃদয় ইসলাম হায়দারের সাথে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজু আহমদ ও তার ভাই তুহিন উদ্দিনের মধ্যে দির্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ওই বিরোধকে কেন্দ্র করে একটি তুচ্ছ ঘটনায় সোমবার দুপুরে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজু আহমদ ও তার ভাই তুহিন এবং হায়দারের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে বিরোপাড়া মহল্লার ইয়াছিন আলির ছেলে সাজু (২০) গুলিবিদ্ধ হয়।

এসময় পৌর ছাত্রলীগ সভাপতি বিরোপাড়া মহল্লার গবরা আলীর ছেলে হায়দার আলী (২৫), একই মহল্লার মানিক মন্ডলের ছেলে ইয়াকুব আলী (৩০), রাজুর স্ত্রী আরিফা (৩২), তুহিনের স্ত্রী রোজিনা বেগম (২৫), আলতাবের স্ত্রী মিরা বেগম (৪৫), আসাদুলের ছেলে নাহিদ (১৮), আড়বাব ইউনিয়নের শেরপাড়া গ্রামের কাশেমের ছেলে তোতা (২৮) আহত হয়। আহতদের লালপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে সাজু, তোতা, ইয়াকুব, আরিফা, মিরা, ও হায়দার কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে এই ঘটনার জের ধরে গোপালপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজু আহমদের বাড়ি ও তার ভাই উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক তুহিন উদ্দিনের অফিসে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, তুহিন ও হায়দার দু’জনই স্থানীয় সাব-রেজি: অফিসের দলিল লেখক। দলিল লেখক সমিতির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এই ঘটনায় এখনও কেউ কোন অভিযোগ করেনি।


(এমআর/এসসি/জুলাই০৭,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test