E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টানা বর্ষণে নাটোরের রাস্তাঘাট ও বাড়িঘর জলমগ্ন

২০১৫ জুলাই ১০ ২১:৫৬:২২
টানা বর্ষণে নাটোরের রাস্তাঘাট ও বাড়িঘর জলমগ্ন

নাটোর প্রতিনিধি : টানা বর্ষণে নাটোর শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বুধ ও বৃহস্পতিবার দু’দিনের টানা বর্ষণে শহরের বিভিন্ন এলাকার রাস্তাঘাটসহ কবরস্থান তলিয়ে গেছে। বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

বিশেষ করে বৃহস্পতিবার রাতের টানা বর্ষণে শহরের আলাইপুর, চৌকিরপাড়, বড়গাছা, উত্তর ও দক্ষিন পটুয়া পাড়া, কানাইখালী, গাড়িখানা, হরিশপুর, মোহনপুর এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বসতবাড়িতে পানি জমে যাওয়ায় লোকজনদের অসহনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে।

শহরের গাড়িখানা কেন্দ্রীয় কবরস্থান জলমগ্ন হয়ে পড়ায় দাফন করতে ভোগান্তি পোহাতে হচ্ছে। লাশ রেখে কবর খুড়ে দ্রুত দাফন করতে হচ্ছে।

শহরবাসীর অভিযোগ, শহরের অধিকাংশ ড্রেন, কালভার্টসহ খাল দখল করে স্থাপনা নির্মাণ করায় পানি বের হতে না পেরে এই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।

(এমআর/পিএস/জুলাই ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test