E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগাতিপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ আটক ১

২০১৫ জুলাই ১১ ২০:২১:৪১
বাগাতিপাড়া থেকে অস্ত্র ও গুলিসহ আটক ১

নাটোর প্রতিনিধি : শনিবার নাটোরের বাগাতিপাড়া থেকে র‌্যাব-৫ এর একটি দল ৭ রাউন্ড গুলিভর্তি দু’টি পিস্তল ও দু’টি ম্যাগজিনসহ আব্দুল আওয়াল রাজন (২৭) নামে এক যুবককে আটক করেছে। বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজার থেকে তাকে অস্ত্রসহ আটক করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর সাদা পোশাকধারী সদস্য অস্ত্র কেনার জন্য আব্দুল আওয়াল রাজনের সঙ্গে যোগাযোগ করে। রাজনের দেওয়া সময়ানুযায়ী ওই র‌্যাব সদস্য অস্ত্র কিনতে শনিবার বাগাতিপাড়া উপজেলার তমালতলা বাজারে যায়। সেখানে আগে থেকে র‌্যাব সদস্যরা ওঁৎ পেতে থাকে। অস্ত্র কেনাবেচার এক পর্যায়ে অস্ত্রসহ আব্দুল আওয়াল রাজনকে আটক করা হয়। আটক রাজন বাগাতিপাড়া উপজেলার বেগুনিয়া গ্রামের মনছুর রহমানের ছেলে।

র‌্যাবের এএসপি জামাল আল নাসের জানান, আটক রাজন আলোচিত ইভটিজিং ও শিক্ষক মিজান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী। বর্তমানে উচ্চ আদালত থেকে সে জামিনে আছে।

(এমআর/পিএস/জুলাই ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test