E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

এখনও গাজীপুরের মহাসড়কে চলছে অটোরিক্সা

২০১৫ আগস্ট ০২ ২০:২৭:৩৩
এখনও গাজীপুরের মহাসড়কে চলছে অটোরিক্সা

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের সড়ক-মহাসড়কে সিএনজি অটোরিক্সাসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধ হয়নি। রবিবার মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিষিদ্ধ এসব যানবাহনকে বিনা বিধায় চলাচল করতে দেখা গেছে। তবে পূর্বের তুলনায় সংখ্যা ছিল কম।

এদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশা ও ব্যাটারী রিকশা বন্ধের প্রতিবাদে মালিক ও চালকরা রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিক্ষোভ, মানববন্ধন এবং মহাসড়ক অবরোধ কর্মসূচী পালন করে। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সড়ক ঘুরে দেখা গেছে, গাজীপুরের চান্দনা চৌরাস্তার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ছাড়া সিএনজি বেবীসহ তিন চাকার যানবাহন চলাচল বন্ধে পুলিশ বা জেলা বিএরটিএ’র তৎপরতা নেই। সকালে ওই এলাকায় পুলিশ ২০-২৫টি বেবী টেক্সী আটক করলেও পরে চালক ও মালিকদের বিক্ষোভের মুখে ছেড়ে দেয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের, টঙ্গী, বোর্ডবাজার, সালনা, রাজেন্দ্রপুর, মাওনা জৈনা বাজার এলাকা ঘুরে মহাসড়কে সিএনজি, বেবী টেক্সী, ব্যাটারীর রিকসা চলাচল করতে দেখা গেছে। তবে সংখ্যা ছিল আগের তুলনায় অর্ধেক। একই ভাবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের চৌরাস্তা, কোনাবাড়ি, চন্দ্রা, কালিয়াকৈর, টঙ্গী-ঘোড়াশাল-সিলেট ও রাজেন্দ্রপুর-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এবং ঢাকা বাইপাস সড়কে স্বাভাবিক ভাবেই ওইসব যানবাহন চলেছে বলে জানা গেছে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর চৌরাস্তায় কথা হয় সিএনজি চালক আবুল হোসেনের সাথে। তিনি জানান, গতকাল পর্যন্ত কেউ তাদের চলাচলে নিষেধ করেনি। গাজীপুর চৌরাস্তা থেকে কড্ডা ও কোনাবাড়ি পর্যন্ত কয়েক হাজার বেবীটেক্সি চলাচল করে। এসব বেবীটেক্সীতে গার্মেন্টের শ্রমিকরা যাতায়ত করেন। তবে তারা আতংকে আছেন। তাদের চলাচল বন্ধ করে দেওয়া হলে শ্রমিকরা দুভোর্গে পড়বেন বলেও জানান তিনি।

গাজীপুর বিআরটিএ’র পরিচালক হায়দার সরকার জানান, গতকাল রবিবার জেলার কোথাও বিআরটিএ’র অভিযান হয়নি। সোমবার থেকে অভিযান চালানো হবে।

কোনবাড়ি হাইওয়ে থানার ওসি দিদারুল হাসানও একই জানিয়ে বলেন, প্রথম দিনের অভিযানের কারণে সড়ক মহাসড়কে তিন চাকার কোন যানবাহন চলছেনা। তথ্য প্রমাণ তুলে ধরলে বলেন, আমাদের জনবল কম। তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছি।

(এসএএস/অ/আগস্ট ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test