E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর, আহত ৫

২০১৫ আগস্ট ০৩ ১৬:২৬:১৪
কাপাসিয়ায় সাংবাদিকের বাড়িতে হামলা ভাংচুর, আহত ৫

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি : দৈনিক নয়া দিগন্ত কাপাসিয়া উপজেলার সংবাদদাতা মো: আবু সাঈদ এর বাড়িতে গতকাল রবিবার গভীর রাতে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে বসতবাড়ীর ৫টি ঘর সম্পূর্ণ ভেঙ্গে মাটির সাথে গুড়িয়ে দিয়েছে । সন্ত্রাসীদের হামলায় সাংবাদিকসহ ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছে। আহত সাংবাদিক ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

জানা যায়, উপজেলার মইশন গ্রামের সাবেক প্রাইমারী স্কুল শিক্ষক পুয়াত আলী সাথে পার্শ্ববর্তী বাড়ীর সফুলও সাহাজের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। ঊভয় পক্ষই এ জমি নিয়ে একাধিক বার সালিশ বৈঠকে বসে কিন্তু বৈঠকে কোন সুরাহা না হওয়ায় উভয় পক্ষ এ নিয়ে গাজীপুর কোর্টে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। এর জের ধরে গত রোববার গভীর রাতে সফুল ও সাহাজ এর নেতৃত্বে ১০-১২ জনের একটি সন্ত্রাসী দল আবু সাঈদের বাড়ীতে হামলা চালায়।

এ সময় আবু সাঈদ, তার বয়োবৃদ্ধ বাবা পুয়াত আলী তার মা সালেহা বেগম ও কাজে ছেলে ইব্রাহিমকে বেঁধে বাড়ীর উঠোনে এনে হাতুড়ি দিয়ে বেদম পিঠায়ে রক্তাক্ত জখম করে। সন্ত্রাসীরা আবু সাঈদের দুটি পা হাতুরী দিয়ে পিটিয়ে থেতলে দেয়। সন্ত্রাসীদের ২ঘন্টা ব্যাপী তান্ডবে বাড়ীর ৪টি টিনের ঘর ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেয়।

সন্ত্রাসীদের তান্ডবের সময় আশেপাশের লোকজন ভয়ে কাছে আসেনি। ভোরে পার্শ্ববর্তী বাড়ীর লোকজন এসে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় আহতদেরকে কাপাসিয়া সদরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আসেন। আহতদের মধ্যে আবু সাঈদকে ডাক্তার ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেন ।

সোমবার সকালে পুলিশকে খবর দিলে কাপাসিয়া থানার এস আই সুজন ঘটনাস্থল পরিদর্শন করেন। কাপাসিয়া থানার ওসি জানান, ঘটনা শুনার পর পুলিশ ঘটনাস্থলে যায়।

(এসকেডি/এসএফকে/আগস্ট ০৩, ২০১৫)




পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test