E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লাশের মিছিল কাঁধে নিয়ে উন্নয়ন করা যায় না: ওবায়দুল কাদের

২০১৫ আগস্ট ০৮ ১৬:১৬:২৪
লাশের মিছিল কাঁধে নিয়ে উন্নয়ন করা যায় না: ওবায়দুল কাদের

গাজীপুর প্রতিনিধি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সড়ক-মহাসড়কে ৩ চাকার যান চলাচলে বিধি-নিষেধ আরোপের সরকারের সিদ্ধান্ত প্রাথমিকভাবে জনসাধারণের সম্পৃক্ততা রয়েছে। স্বাধীনতা পরবর্তী সময়ে আমরা কাঙ্খিত লক্ষ্যের দিকে ছুটছি। কিন্তু তাই বলে জীবিকার কাছে জীবনকে ম্লান করে লাশের মিছিল কাঁধে নিয়ে উন্নয়ন করা যায় না।

প্রথম মানুষের জীবন, তারপর জীবিকা। মানুষ বেঁচে না থাকলে জীবিকার সংস্থান করে কি হবে।

মন্ত্রী বলেন, ঈদের পর অনেক দুর্ঘটনা ঘটেছে। বড় গাড়ির সঙ্গে ছোট গাড়ির আঘাত লাগলে, ছোট গাড়িই বেশি আক্রান্ত হয়। জনগণ রাস্তায় পাখির মতো মরবে, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, তথাকথিত দায়িত্ব পালন করব, এটা হয় না। আগের বারবার সিদ্ধান্ত হয়েছে, কার্যকর হয়নি। কিন্ত এবার কার্যকর হতে শুরু করেছে। আমরা শক্ত হাতে হাল ধরেছি।

শনিবার সকালে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পরিবহন চলাচল পর্যবেক্ষণ করতে এসে সাংবাদিদের সাথে এসব কথা বলেন। মহাসড়ক পরিদর্শনে এসে সংবাদিকদের উদ্যেশ্যে এসব কথা বলেন তিনি। গাজীপুর জেলা প্রসাশক এস এম আলম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুর সড়ক ও জনপথের উপ-বিভাগীয় প্রকৌশলী সাদ্দাম হোসেনসহ সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় মন্ত্রীর সাথে ছিলেন।

মন্ত্রী বলেন, পদ্ম সেতু এবং মেট্টো রেল হচ্ছে। যানজট নিরসনে আরো দুটো মেট্টো রেল হবে। ওই দুই মেট্রো রেলের প্রস্তাবে জাইকার থেকে সাড়া পওেয়া গেছে। দেশে অনেকগুলো ফ্লাইওভার হয়েছে। এছাড়া আগামী ১৬ আগষ্ট থেকে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ডিজিটাল ওয়ার্ক শুরু হতে যাচ্ছে। সব কিছুই বৃথা যাবে, যদি রাস্তায় পাখির মতো মানুষ মরার মর্মান্তিক দৃশ্য বন্ধ এবং যানজট সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে না পারি।

রাস্তার পাশে টানানো বিলবোর্ড প্রসঙ্গে মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিলবোর্ডের বড় বড় ছবি ও চেহারা দেখে কেউ ভোট দেবে না। বিলবোর্ড দেখিয়ে জনগণের মন জয় করা যায় না। মানুষ ভোট দেয় কাজ ও আচরণ দেখে। নেতৃবৃন্দ উদ্দেশ্যে তিনি বলেন, হাইওয়ের পাশে সারা বাংলাদেশ যে অপ্রয়োজনীয় রাজনৈতিক বিলবোর্ড আছে তা আগষ্টের মধ্যে নামিয়ে ফেলুন। নইলে সেপ্টেম্বর থেকে অভিযান চালানো হবে।

(এসএএস/এলপিবি/আগস্ট ৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test