E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র দশ বছর ধরে বন্ধ

২০১৫ আগস্ট ১১ ১৩:০৬:৪৭
রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্র দশ বছর ধরে বন্ধ

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অপারেটর না থাকায় একমাত্র এক্স-রে যন্ত্রটি দশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ করে রাখা হয়েছে।

এতে রোগীরা স্বল্পমূল্যে এ সেবা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। অপারেটর নিয়োগের বিষয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একাধিকবার জানালেও দশ বছরেও এ নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটির অপারেটর গত ২০০৪ সালে বদলী হয়ে গেলে এটি বন্ধ রাখা হয়। অপারেটর নিয়োগের বিষয়টি ঢাকায় সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়। কিন্তু সেখান থেকে নিয়োগের কোনো উদ্যোগ এখনো নেওয়া হয়নি। এতে গত ১০ বছর ধরে যন্ত্রটি বন্ধ রাখা হয়েছে। বন্ধ থাকায় বর্তমানে যন্ত্রটির অনেকস্থানে ত্রুটি দেখা দিয়েছে।

সূত্র জানায়, প্রতিদিন কমপ্লেক্সের বহির্বিভাগে সেবা নিতে প্রায় ৩’শ থেকে ৪’শ জন রোগী আসেন। তাঁদের মধ্যে ৩০ থেকে ৪০ জন রুগিকে এক্স-রে করার প্রয়োজন হয়। কমপ্লেক্সে এক বার এক্স-রে করতে খরচ হয় ৫৫ থেকে ৭০ টাকা। আর বেসরকারি হাসপাতাল নির্মান কেন্দ্রগুলোতে (ডায়াগনস্টিক সেন্টার) খরচ হয় ২৫০ থেকে ৩০০ টাকা।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা উপজেলার মধুপুর গ্রামের নারর্গিস পারভীন বলেন, তাঁর হাত মচকে গেলে চিকিৎসক তাকে এক্স-রে করাতে বলেন। অনেক টাকা খরচ করে তিনি হাসপাতালের বাইরে থেকে এক্স-রে করে এনেছেন। পরে অতিরিক্ত টাকা না থাকায় তিনি ওষুধ না কিনে বাড়ীতে চলে জান।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা খালেদ বলেন, অপারেটরের নিয়োগের বিষয়টি একাধিকবার লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও কেন্দ্রীয় ঔষধাগারে জানানো হয়েছে। কবে নাগাদ এ পদে অপারেটর নিয়োগ করা হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি কবে নিয়োগ করা হবে তা বলা মুশকিল।

(এমআরএস/এলপিবি/আগস্ট ১১, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test