E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মৎস্য সম্পদ উন্নয়নে আরো গবেষণার নির্দেশ

২০১৪ মে ২২ ১২:৫৮:০৯
মৎস্য সম্পদ উন্নয়নে আরো গবেষণার নির্দেশ

স্টাফ রিপোর্টার : দেশের মৎস্য সম্পদ উন্নয়নে আরো গবেষণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

বৃহস্পতিবার সকালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় পরিদর্শনে এসে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অর্থনৈতিকি অগ্রগতি বহাল আছে বলেই আইএমএফ ও বিশ্বব্যাংকের সমালোচনা এবং রাজনৈতিক অস্থিরতার পরও প্রবৃদ্ধিতর হার ৬ শতাংশ বহাল রয়েছে। এসময় দেশের মৎস্য সম্পদ উন্নয়নে আরো গবেষণা চালানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

আজ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি।

বৈঠকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মুহাম্মেদ সাইয়্যেদুল হক ও প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দসহ মন্ত্রণালয়ের বিভিন্ন সিনিয়র সচিব উপস্থিত ছিলেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই প্রধানমন্ত্রী আজ এই মন্ত্রণালয় পরিদর্শনে আসেন।

(ওএস/এটিআর/মে ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test