E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩য় শ্রেণির ২ ছাত্রীকে বেদম প্রহার, ক্ষোভে ফুঁসে উঠছে অভিভাবকরা

২০১৫ আগস্ট ২৪ ১৮:১৯:২৯
৩য় শ্রেণির ২ ছাত্রীকে বেদম প্রহার, ক্ষোভে ফুঁসে উঠছে অভিভাবকরা

নওগাঁ প্রতিনিধি : স্কুলে বিলম্বে আসার অপরাধে নওগাঁর বদলগাছীতে ৩য় শ্রেণীর ২ ছাত্রীকে বেদম প্রহারের ঘটনায়  ক্ষোভে ফুঁসে উঠছে অভিভাবকরা। তারা ক্লাশে ঠোঁটে সিগারেট ধরে শিশু শিক্ষার্থীদের অমানুষিকভাবে নির্যাতনের বিচার দাবীতে সোচ্চার হয়ে উঠেছে।

জানা গেছে, গত ১৭ আগষ্ট উপজেলার ৭২ নং ঢেকড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর দুই ছাত্রী সাথী রানী এবং ডলি পারভীন একটু দেরীতে বিদ্যালয়ে আসে। এতে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তহিদুল ইসলাম রাগান্বিত হয়ে মুখে সিগারেট নিয়ে ধুমপানরত অবস্থায় ওই দুই ছাত্রীকে বেদম মারপিট করে। ছাত্রীরা অনেক কান্না কাটি করলেও ওই শিক্ষকের মন গলেনি। প্রহারের ফলে তাদের শরীরে রক্তাক্ত দাগ ওঠে যায়। ওই দুই ছাত্রী বাড়ি ফিরে গিয়ে কান্নাকাটি করতে থাকলে অভিভাবকরা তাদের কাছে বিষয়টি জানতে পারেন এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। ওই রাতে প্রচন্ড ব্যথার চোটে তারা ঘুমোতে পারেনি।পর দিন অভিভাবকরা বিষয়টি স্কুলের প্রধান শিক্ষক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের অবহিত করলে তারা জরুরী ভিত্তিতে একটি বিশেষ সভার আয়োজন করে। কিন্তু অভিযুক্ত শিক্ষক তহিদুল ইসলাম সভায় উপস্থিত সদস্যগণকে যাচ্ছেতাইভাবে অপমান করে। এতে তারা কোন সিদ্ধান্ত দিতে না পেরে অভিভাবকদের উর্ধ্বতন কর্তৃপক্ষের স্মরনাপন্ন হতে উপদেশ দেন।

সোমবার অভিভাবকরা জানান, তারা বিষয়টির আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন জানানোর প্রস্তুতি চলছে। আরো উল্লেখ্য, ওই শিক্ষক স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীদের দিয়ে পার্শ্বের দোকান থেকে নিয়মিতই সিগারেট এবং দিয়াশলাই নিয়ে আসান এবং শ্রেণী কক্ষেই ধুমপান করেন বলে ছাত্র-ছাত্রীদের ভাষ্যে জানা যায়।

(বিএম/এসসি/আগস্ট২৪,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test