E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লক্ষ্মীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

২০১৫ আগস্ট ২৫ ১৪:৩০:৫২
লক্ষ্মীপুরে হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে মোঃ তৈয়ব আলমকে (৩৮) নামের এক হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পৌর শহরের লামচরী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তৈয়ব রামগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের শামছুল আলম ছেলে।

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরীফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ লামচরী এলাকা শশুর বাড়ী থেকে মৃত্যুদন্ড প্রাপ্ত তৈয়ব আলমকে গ্রেফতার করে। তৈয়ব পেশাদার গাড়ী চোর চক্রের একজন সদস্য। সে ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে গাড়ী চালক জাবেদ হোসেনকে পরিকল্পিতভাবে হত্যা করে। তিনি আরও বলেন, দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

প্রসঙ্গত- ২০০০ সালের ১ জুন ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকার গাড়ী চালক জাবেদ হোসেনকে প্রাইভেটকারসহ অপহরণ করে লক্ষ্মীপুরের রামগঞ্জে এনে শ্বাসরোধ করে হত্যা করে তৈয়বসহ তার সহযোগীরা। নিহত জাবেদ ঢাকার খিলগাঁও মেরাদিয়া এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। এঘটনার পরেই নিহতের বড় ভাই মুকবুল হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলা দীর্ঘদিন পরিচালনার পর তৈয়ব আলমসহ ৫ জনকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতে মৃত্যুদন্ডের আদেশ দেন। ওই থেকে তৈয়ব পালাতক থাকে।

(টিবি/এলপিবি/আগস্ট ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test