E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

স্কুলছাত্রী হত্যার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

২০১৫ আগস্ট ২৭ ১৮:৫০:২৭
স্কুলছাত্রী হত্যার আসামীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই স্কুলছাত্রী হত্যার বিচারের দাবীতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। ঘন্টাব্যাপী মানববন্ধনে নিহত স্কুলছাত্রী সুমাইয়া ও হ্যাপীর পরিবারের স্বজনরাও অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের সামনে থেকে দীর্ঘ ১ কিলোমিটার লম্বা মানববন্ধনে সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় তারা নিহত দুই স্কুলছাত্রী হত্যার ঘটনায় প্রধান আসামী রানা শিকদারসহ অন্য আসামীদের গ্রেফতার ও দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছেন নিহতদের পরিবার ও শিক্ষার্থীরা।

এসময় বিক্ষোভকারীসহ নিহত হ্যাপীর মা আসমা বেগম ও অপর নিহত সুমাইয়ার মা মুক্তা বেগম জানান, আমাদের মেয়েকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।

তারা এসময় আরও জানান, হত্যার ১৫ দিন হলেও এখনও পর্যন্ত কেন মুল আসামী রানাকে গ্রেফতার করতে পারছেনা পুলিশ। কিন্তু কেন এখনও গ্রেফতার করতে পারেনি আমরা তা বুঝছিনা। আমরা দ্রুত আসামীদের গ্রেফতারসহ শাস্তির দাবী জানাই।

উল্লেখ, ১৩ আগস্ট মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপী আক্তারের লাশ মাদারীপুর সদর হাসপাতালে ফেলে পালিয়ে যায় বখাটেরা।

নিহত সুমাইয়া সদর উপজেলার ঝিকরহাটি গ্রামের বিল্লাল শিকদারের মেয়ে ও হ্যাপী একই এলাকার হাবিব খাঁর মেয়ে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে ১৪ আগস্ট দুপুরে ৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা করা হয়।

এ ঘটনায় শিপন, রকিব ও রফিকুল নামের ৩ জনকে গ্রেপ্তার করলেও বাকি অভিযুক্ত প্রধান আসামী রানাসহ উজ্জ্বল, মেহেদী ও সাজিদ পলাতক আছে।

অপরদিকে নিজে কখনও কাউকে হয়রানি বা নির্যাতন করব না; অন্য কেউ হয়রানি বা নির্যাতন করলে তার প্রতিবাদ করব; সকল ধরনের নারী নির্যাতন ও যৌন হয়রানির ঘটনাকে না বলব; এই শ্লোগানকে সামনে রেখে দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া যৌন হয়রানি ও যৌন নিপীড়ন ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক কর্মীদের অংশগ্রহণে মাদারীপুর ব্র্যাক অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

(এএসএ/এলপিবি/আগস্ট ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test