E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ার গাববাড়িয়া নদীতে উড্ডয়ন হলো শাওনের তৈরি সী-প্লেন

২০১৫ সেপ্টেম্বর ০৫ ১৭:২৮:৫৪
কলাপাড়ার গাববাড়িয়া নদীতে উড্ডয়ন হলো শাওনের তৈরি সী-প্লেন

কলাপাড়া (পটুয়াখালী) থেকে মিলন কর্মকার রাজু : শুক্রবার বিকাল ৪ টা। কলাপাড়ার গাববাড়িয়া নদীর তীরে হাজার হাজার মানুষের ভীড়। সবার উৎসুক দৃষ্টি নদীর দিকে, কখন আকাশে উড্ডয়ন করে ১৮ বছরের যুবক মাহবুবুর রহমান শাওনের তৈরি সী-প্লেনটি।

সী-প্লেনটি যখন নদীতে ভাসিয়ে চালানো শুরু করলো উপস্থিত হাজার হাজার মানুষ কলেজ ছাত্রের এ নতুন আবিস্কারকে হাততালি দিয়ে অভিনন্দন জানালো। ২০ মিনিটের সফল পরীক্ষামূলক উড্ডয়ন শেষে তীরে ফিরে আসলো শাওন তার আবিস্কার নিয়ে।

একটি মোটরসাইকেলের ইঞ্জিন, ফ্যানের চারটি পাখা, এ্যালুমিনিয়াম রড, কাপড় ও পলিথিন দিয়ে তৈরি শাওনের সী-প্লেন। মাত্র ১৫ দিনের চেষ্টায় এ প্লেনটি তৈরি করে সে। লম্বায় সাড়ে ছয় ফুট ও প্রস্থ্যে চার ফুট সী-প্লেনটি ৭০/৮০ কেজি ওজন বহনে সক্ষম। মোটরসাইকেল ইঞ্জিন,তাই সেলফ ষ্টার্ট দিয়ে চালানো হয় প্লেনটি।

সী-প্লেনটিতে বসার জন্য একটি চেয়ার স্থাপন করা হয়েছে। চালকের নিরাপত্তার জন্য মাথায় হেলমেট, লাইফ জ্যাকেট ও চালকের আসনের সামনে নিরাপত্তা গ্লাস বসানো হয়েছে। যে দুটি পাখায় ভর করে আকাশে উড়বে সেই পাখায় রয়েছে তিনটি স্তর।

ফ্রেমে কাপড়, জাল ও পলিথিন দিয়ে শক্ত করে পাখা তৈরি। যাতে ছিড়ে না পড়ে।
পটুয়াখালীর কলাপাড়ার মোয়াজ্জেমপুর গ্রামের সালিয়া আলিম মাদ্রাসার শিক্ষক মো. নাসির উদ্দিনের দুই ছেলের মধ্যে বড় মাহবুবুর রহমান শাওন। কুয়াকাটা খানাবাদ কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করার পর বর্তমানে বরিশাল আইডিয়াল কলেজে ভর্তি হয়েছে। কলেজ বন্ধ তাই বাসায় এসে অবসরে তৈরি করে ফেলেন এই সী-প্লেন।

শাওন জানান, কলেজ ছুটি তাই কোন কাজ ও লেখাপড়া না থাকায় অবসরে মোবাইলে একদিন গুগলে সী-প্লেনের বিভিন্ন ছবি সার্চ দিয়ে দেখছিলেন। প্রায় ৬০/৭০ টি ছবি দেখার পর একটি ছবি তার পছন্দ হয়। ওইদিনই এই সী-প্লেনটি তৈরি করার ইচ্ছাপোষন করেন। মোয়াজ্জেমপুর গ্রামের মেশিনারী যন্ত্রাংশ বিক্রেতা মো. জাকির হোসেনের কাছ থেকে একটি মোটরসাইকেলের ইঞ্জিন নিয়ে তার এই পরীক্ষা শুরু করেন। প্রথমে ডিজাইন তৈরি করে কাঠমিস্ত্রী আঃ মমিনের সহায়তায় প্লেনের কাঠের কাঠামো এবং মটরমিস্ত্রী জহির উদ্দিনের সহায়তায় এ্যালুমিনিয়ামের কাঠামো তৈরি করে প্লেনটি তৈরি শুরু করেন। এতে তার প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে।

শাওন বলেন, প্রায় ১৫ দিন পর নিজ বাড়ির পুকুরে প্রথমে চালু করে দেখেন প্লেনটি। বাড়ির পুকুরে সী-প্লেন চালুর খবর মুহুর্তের মধ্যে গোটা এলাকায় ছড়িয়ে পড়লে প্রতিদিন শতশত স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী তার তৈরি প্লেনটি দেখতে বাসায় ভীড় করে। প্রথম পরীক্ষায় উত্তীর্ন হওয়ার পর তার সাহস বেড়ে যায়। তাই শুক্রবার হাজার হাজার মানুষের উপস্থিতিতে তিনি প্লেনটি উড্ডয়ন করেন।

তিনি বলেন, এটা তার জীবনের প্রথম আবিস্কার। কিন্তু সী-প্লেনটিতে একটু সমস্যা থাকায় তিনি বেশিক্ষন এটা চালান নি। বর্তমানে মোটরসাইকেলের পুরনো ইঞ্জিন দিয়ে এটা তৈরি। আরও বেশি পাওয়ারের মেশিন লাগালে উড়তে সমস্যা হবে না।

শাওনের ইচ্ছা বাংলাদেশে সরকারের কাছে তার এই প্রযুক্তি টি হস্তান্তর করা। পেট্রোল দিয়ে চলার কারনে এটা তৈরি ও চালানোর খরচও কম। তার এ প্রযুক্তি ব্যবহার হলে চরাঞ্চলে মানুষ যেখানে হাসপাতাল, ক্লিনিক কিংবা ডাক্তার নেই, সেই এলাকার মানুষ দ্রুত ও অল্প খরচে উপজেলা সদরে এসে ডাক্তার দেখাতে পারবে। এতে চরাঞ্চল ও নদী বেষ্টিত এলাকার মানুষ উপকৃত হবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শাওনের এ সী-প্লেন উড্ডয়ন দেখতে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ছাড়াও বিভিন্ন বয়সের মানুষ উপস্থিত হন। অজপাড়া গাঁয়ের এক কলেজ ছাত্রের এ আবিস্কার তাদেরও বিস্মিত করেছে। স্কুল ছাত্র সাইফুল, দিদার আলম জানায়, আমাগো শাওন ভাই যে প্লেন বাইনাইছে হেইডা দেইখা আমাগোর বানাইতে ইচ্চা করছে। এ দুই ছাতের মতো শতশত ছাত্র-ছাত্রী এখন নতুন কিছু আবিস্কার করার চিন্তা করছে। তাদের বক্তব্য শাওন সী-প্লেন বানাতে পারলে আমরাও অন্য কিছু তৈরি করবো।

শাওনের পিতা মো. নাসির উদ্দিন বলেন, বাসায় বসে সারাদিনই কিছু না কিছু নতুন করার চেষ্টা শাওনের মধ্যে। তবে শাওন যে সী-প্লেন তৈরি করে ফেলবে এটা কল্পনাও করিনি।

শাওনের মামা সাংবাদিক মনিরুল ইসলাম জানান, শুক্রবার সী-প্লেনটি পরীক্ষামূলক চালানো হয়। আর কিছুদিন পর কলাপাড়া উপজেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এটা উড্ডয়ন করার পরিকল্পনা রয়েছে। সরকার চাইলে এই প্রযুক্তি হস্তান্তর করা হবে।

(এমকেআর/এএস/সেপ্টেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test